Kingdom: Animalia |
এ্যামার্গোসোরাস
ইংরেজি : Amargasaurus
।
বৈজ্ঞানিক নাম—
Amargasaurus cazaui
এই নামের অর্থ হলো―
আমারগা-এর
টিকটিকি (Lizard from
Amarga=La Amarga + Gr. sauros "lizard"।
উল্লেখ্য La Armaga
হলো―
আর্জেন্টিনার একটি গভীর খাদের
নাম।
এই খাদ থেকে এই ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কৃত হওয়ার কারণে, এরূপ নামকরণ করা হয়।
১৯৯১ সালে সালগাডো (Salgado)
এবং বোনাপার্ট (Bonaparte)
এর নামকরণ করেন।
এরা
ছিল উদ্ভিদভোজী।
১৩ কোটি বৎসর আগে
(ক্রেটাসিয়াস
অধিযুগ)
এরা আদি দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা অঞ্চলে বসবাস করতো।
এদের দৈর্ঘ্য ছিল ৩৩ ফুট (১০ মিটার),
উচ্চতা
ছিল ১৩ ফুট (৪ মিটার) এবং ওজন ছিল ৮ টন।
এর গলা,
শরীর এবং লেজ
জুড়ে বিস্তৃত কাঁটা ছিল।
এই কাঁটাগুলো দুই সারিতে এমন ঘনভাবে সাজানো ছিল যে,
তা
অনেকটা শক্ত চামড়ার বর্মের মতো কাজ করতো।
কিন্তু বর্ম উপরিভাগে এতটাই বিস্তৃত ছিল যে,
দেখে মনে
হতো পিঠের উপর পাল তুলে রেখেছে।
ধারণা করা হয়,
এই পাল তোলা
অঙ্গের সাহায্যে এরা শরীর থেকে তাপ বের করে দিত।
এছাড়া প্রতিরক্ষার জন্যও এই অঙ্গ ব্যবহৃত হত।
যদিও এদের সামনের দুটি পা―
পিছনের পা থেকে দুর্বল ও একটু খাটো ছিল।
তারপরেও হাঁটার জন্য এরা চারটি পা ব্যবহার করতো।
এদের পাগুলোর গঠন ছিল অনেকটা হাতির মতো।
প্রতিটি পায়ে পাঁচটি আঙুল ছিল।
এদের ছিল লম্বা গলা এবং অতি দীর্ঘ লেজ।
এরা বড় ধরনের গাছের ডালপালা থেকে শুরু করে ছোট ধরনের গাছ-লতাপাতা আহার করতো।
সূত্র:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/