Kingdom: Animalia |
আর্কিয়োসেরাটপস
ইংরেজি
:
Archaeoceratops
বৈজ্ঞানিক নাম
:
Archaeoceratops
Dong & Azuma, 1997
।
Archaeoceratopsidae গোত্রের অধীনস্থ ডাইনোসরের একটি গণের নাম। ১৯৯৭ খ্রিষ্টাব্দে এই গণের নামকরণ করেছিলেন Dong & Azuma। এই নামের অর্থ হলো― প্রাচীন খড়গ-মুখো (Ancient horned face=Gr. arkhaios "ancient" + Gr. kerat- (keras) "horn" + Gr. ops "face")। এই গণের অধীনে দুটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এই প্রজাতি দুটি হলো ―
A. oshimai Dong & Azuma, 1997 (type)
A. yujingziensis You et al., 2010
এরা
ছিল উদ্ভিদভোজী। প্রায় ১৩ কোটি বৎসর আগে
(ক্রেটাসিয়াস অধিযুগ)
এই গণের
ডাইনোসরগুলো আদি
এশিয়া অঞ্চলের চীনাভূখণ্ডে বসবাস করতো।
এদের দৈর্ঘ্য ছিল বড় জোর ৮৮-৯০ সেন্টিমিটার। এরা চতুষ্পদী ছিল এবং পায়ে খুরের মতো
আঙুল ছিল। এদের করোটির দৈর্ঘ্য ছিল ১৮.৮ সেন্টিমিটার। ধারণা করা হয়, এদের মাথায়
অনুভূমিক শিং ছিল এবং লেজ ছিল শক্তিশালী। লেজের অগ্রভাগ ছিল বাঁকানো। এরা অল্প
উচ্চতার গাছ ও ঘাস খেয়ে জীবন ধারণ করতো।
সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/