Kingdom: Animalia |
আরাগোসোরাস
ইংরেজি
:
Aragosaurus
বৈজ্ঞানিক নাম
:
Aragosaurus ischiaticus
Sanz et al., 1987
।
Aragosaurus
গণের
ডাইনোসর
বিশেষ।
এই নামের অর্থ হলো― আরাগনের
টিকটিকি (Aragon
Lizard=Aragón + Gr. sauros "lizard")।
১৯৮৭ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন সাঞ্জ (Sanz),
বুসকালিওনি (Buscalioni),
ক্যাস্যানোভাস (Casanovi) এবং সান্টাফে (Santafe)।
স্পেনের আর্গন প্রদেশে এর জীবাশ্ম পাওয়া গিয়েছিল বলে, এর এরূপ নামকরণ করা হয়েছিল।
এরা
ছিল উদ্ভিদভোজী।
১৩
কোটি ৩০ লক্ষ বৎসর আগে (ক্রেটাসিয়াস অধিযুগ) এরা
আদি ইউরোপীয় অঞ্চলে বসবাস
করতো।
এরা ছিল চতুস্পদী।
তবে সমানের পা পিছনের পা অপেক্ষা কিছুটা ছোটো ছিল। এদের ছিল শক্তিশালী লেজ।
এদের
দৈর্ঘ্য ছিল ৬০ ফুট (১৮ মিটার)
এবং
ওজন ছিল
প্রায় ২৮০০০ কেজি।
এবং গলা ছিল বেশ
লম্বা এবং শক্তিশালী চোয়াল।
এদের
দাঁত ছিল বেশ চওড়া এবং বড় বড়। ফলে এরা লম্বা গলা বাড়িয়ে উঁচু গাছের ডাল
পাতা খেতে পারতো অনায়াসে।
সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/
http://carnivoraforum.com/topic/9733309/1/