Kingdom : Animalia |
এন্টার্ক্টোসোরাস
ইংরেজি
:
Antarctosaurus
Saurischia
গোত্রের অন্তর্গত গণ
বিশেষ। Antarctosaurus
নামের অর্থ হলো- দক্ষিণাঞ্চলীয় টিকটিকি
(Southern Lizard=Gr. ant- (anti)
"opposite" + Gr. arktos "north" + Gr. sauros "lizard")।
১৯২৯ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন ভন হুয়েন (von
Huene)।
এখানে উত্তর দিকের বিপরীত অর্থে দক্ষিণ আমেরিকাকে নির্দেশিত করা হয়েছে।
কারণ এর জীবাশ্ম প্রথম পাওয়া গিয়েছিল ১৯১৬ সালে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনাতে।
পরে এর আরও জীবাশ্ম পাওয়া গেছে উরুগুয়ে,
চিলি,
ভারত ও
আফ্রিকাতে।
এই গণের চারটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এই প্রজাতিগুলো হলো
A.
wichmannianus
১৯২৯ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী
R.
Wichman-এর
নামানুসারে এর নামকরণ করেছিলেন
von Huene।
এরা ছিল উদ্ভিদভোজী।
৮ কোটি ৩০ লক্ষ বৎসর থেকে ৬ কোটি ৫০ লক্ষ বৎসর পূর্বকালে (ক্রেটাসিয়াস অধিযুগ)
এরা অাদি পৃথিবীর সকল স্থানে বিচরণ করতো।
এর দৈর্ঘ্য ৬০-১০০ ফুট (১৯-৩০ মিটার),
নিতম্বের দিকে এদের উচ্চতা ছিল ২০ ফুট (৬ মিটার) এবং ওজন ছিল প্রায় ৩৪মেট্রিক
টন।
এরা ছিল চতুষ্পদী এবং সামনের পা ছিল অপেক্ষাকৃত ছোট।
এদের ছিল দীর্ঘ গলা ও লেজ,
ছোট
মাথা।
এদের চোয়াল ছিল দুর্বল এবং শুধু মুখের সম্মুখভাগে দাঁত ছিল।
A.
giganteus
১৯২৯ খ্রিষ্টাব্দে
এর নামকরণ করেছিলেন
von Huene।
এর বিশাল আকারের জন্য এই নামকরণ করা হয়েছিল।
৮
কোটি ৭০ লক্ষ বৎসর থেকে ৮ কোটি ৫০ লক্ষ বৎসর পূর্বকালে (ক্রেটাসিয়াস অধিযুগ)
এরা আর্জেন্টিনা স্থানে বিচরণ করতো।
এদের দৈর্ঘ্য ছিল প্রায়
৮০-১২০ ফুট। ওজন ছিল ৭৩ মেট্রিক টন।
সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/
http://animals.howstuffworks.com/dinosaurs/antarctosaurus.htm