Kingdom
Phylum 
Sub-Phylum 
Class:  
Family 
Genus 
 Species 

:Animalia 
:Chordata  
:Vertebrata  
: Reptilia   
:
Dromaeosauridae
: Achillobator
: giganticus

এ্যাকিলোব্যাটর
ইংরেজি :
Achillobator
বৈজ্ঞানিক নাম :
Achillobator giganticus

এই নামের অর্থ হলো
একিলেস বীর (Achilles Hero)। গ্রীক পৌরাণিক বীর Achilles -এর নামানুসারে এর নামকরণ করা হয়েছে। ১৯৯৯ সালে এর নামকরণ করেন পার্ল (Perle), নেরেল (Norell) ও ক্লার্ক (Clark)।

এরা ছিল মাংসাশী। ৮ কোটি ৫০ লক্ষ বৎসর আগে (ক্রেটাসিয়াস অধিযুগ
) এরা আদি এশিয়া অঞ্চলে বসবাস করতো। ১৯৯৯ খ্রিষ্টাব্দে এই ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে।

এদের দৈর্ঘ্য ছিল ১৭ ফুট (৫ মিটার) ও উচ্চতা ছিল ৭ ফুট (২ মিটার) এবং মুখমণ্ডল ছিল লম্বাটে। বিশাল মুখবিবরে ছিল সারিবদ্ধ সুতীক্ষ্ণ দাঁত। এরা দুই পায়ে ভর করে হাঁটতো এবং সামনের দুটি হাত ব্যবহার করতো শিকারের জন্য। পিছনে বিশাল আকারের ঈষৎ বাঁকানো শক্তিশালী লেজ ছিল। শরীরের ভারসাম্য রক্ষার জন্য এরা এই লেজ ব্যবহার করতো।


সূত্র :
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/Achillobator