Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
Order: Ornithischia
Suborder: Ankylosauria
Family: Nodosauridae
Genus: Animantarx
Carpenter et al., 1999
Species: A. ramaljonesi
Carpenter et al., 1999

এ্যানিম্যানট্যার্ক্স
ইংরেজি : Animantarx
বৈজ্ঞানিক নাম
Animantarx ramaljonesi
Carpenter et al., 1999

Nodosauridae গোত্রের ডাইনোসর বিশেষ। এই নামের অর্থ হলো জীবন্ত দুর্গ (living fortress=Lat. animant-animans) "living" + Lat. arx "fortress, citadel") এদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্গের মতো ছিল বলো এর এরূপ নামকরণ করা হয়েছে ১৯৯৯ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন- কার্পেন্টার (Carpenter), কার্কল্যান্ড (Kirkland), বুর্জ ((Burge) এবং বার্ড (Burge) এর পূর্ণাঙ্গ কঙ্কাল পাওয়া যায় নাই

এরা ছিল উদ্ভিদভোজী
এরা ক্রেটাসিয়াস অধিযুগ- উত্তর অামেরিকা অঞ্চলে এরা বসবাস করতো এদের দৈর্ঘ্য ছিল ৯-১০ ফুট (২.৮-৩ মিটার) এদের করোটির দৈর্ঘ্য ছিল ২৫ সেন্টিমিটার (১০ ইঞ্চি)


সূত্র:
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/Animantarx