Kingdom:
Animalia |
আরহৃনোসেরাটপস
ইংরেজি
:
Arrhinoceratops
বৈজ্ঞানিক নাম
:
Arrhinoceratops brachyops,
Parks, 1925
Ceratopsida
গোত্রের একটি
ডাইনোসর
বিশেষ।
এই নামের অর্থ হলো- নাকের
খড়গ বিহীন মুখমণ্ডল (No
nose-horn face-Gr. a- "not, without" + Gr. rhin- (rhis) "nose, snout" + Gr.
kerat- (keras) "horn" + Gr. ops "face")।
১৯২৫ সালে এর নামকরণ করেন এ পার্কস
(A. Parks)।
এর
নাকের উপরে অস্থিময় ফলক দেখা গেলেও এগুলো প্রকৃত অর্থে এগুলোর গঠন খড়গের মতো নয়।
নাকের উপর যে অস্থিময় উঁচু অংশ দেখা যায়,
তাও খড়গ নয়।
আধুনিক
গণ্ডারের সাথে এর তুলনা করলে এই পার্থক্য উপলব্ধি
করা যায়।
এরা ছিল উদ্ভিদভোজী। ৭ কোটি ২০ লক্ষ বৎসর
থেকে ৬ কোটি ৮০ লক্ষ বৎসর
পূর্বকালে ( (ক্রেটাসিয়াস
অধিযুগ)
এরা আদি
উত্তর আমেরিকা
অঞ্চলে বসবাস করতো। ১৯২৩
খ্রিষ্টাব্দে
কানাডার আলবের্তা
অঞ্চলের রেড রিভার অববাহিকায় এর
জীবাশ্ম
পাওয়া গেছে।
এদের
দৈর্ঘ্য ছিল ২০ ফুট (৬ মিটার),
উচ্চতা ছিল ৭ ফুট (২ মিটার) ও ওজন ছিল ২ টন।
সূত্র :