Kingdom: Animalia
Phylum: Chordata
Clade: Dinosauria
Order: Ornithischia
Family: Ceratopsidae
Subfamily: Chasmosaurinae
Genus: Arrhinoceratops
Parks, 1925
Species: A. brachyops
Arrhinoceratops brachyops
Parks, 1925

রহৃনোসেরাটপস
ইংরেজি : Arrhinoceratops
বৈজ্ঞানিক নাম : Arrhinoceratops brachyops, Parks, 1925

Ceratopsida
গোত্রের একটি ডাইনোসর বিশেষ।

এই নামের অর্থ হলো- নাকের খড়গ বিহীন মুখমণ্ডল (No nose-horn face-Gr. a- "not, without" + Gr. rhin- (rhis) "nose, snout" + Gr. kerat- (keras) "horn" + Gr. ops "face") ১৯২৫ সালে এর নামকরণ করেন এ পার্কস (A. Parks)

এর নাকের উপরে অস্থিময় ফলক দেখা গেলেও এগুলো প্রকৃত অর্থে এগুলোর গঠন খড়গের মতো নয়। নাকের  উপর যে অস্থিময় উঁচু অংশ দেখা যায়
, তাও খড়গ নয়। ধুনিক গণ্ডারের সাথে এর তুলনা করলে এই পার্থক্য উপলব্ধি করা যায়।

এরা ছিল উদ্ভিদভোজী। ৭ কোটি ২০ লক্ষ ব
ৎসর থেকে ৬ কোটি ৮০ লক্ষ বৎসর পূর্বকালে ( (ক্রেটাসিয়াস অধিযুগ) এরা দি উত্তর মেরিকা অঞ্চলে বসবাস করতো। ১৯২৩ খ্রিষ্টাব্দে কানাডার লবের্তা অঞ্চলের  রেড রিভার অববাহিকায় এর পাওয়া গেছে।

দের দৈর্ঘ্য ছিল ২০ ফুট (৬ মিটার)
, উচ্চতা ছিল ৭ ফুট (২ মিটার) ও ওজন ছিল ২ টন।


সূত্র :