Kingdom:
Animalia |
আর্কিয়োর্নিথোইডিজ
ইংরেজি
:
Archaeornithoides
বৈজ্ঞানিক নাম
:
Archaeornithoides deinosauriscus
Troodontidae গোত্রের ডাইনোসর বিশেষ। এই নামের অর্থ হলো- প্রাচীন পাখি (ancient bird" [junior synonym of Archeopteryx] + -oides "resembling")। ১৯৯২ খ্রিষ্টাব্দে Archaeornithoides গণের নামকরণ করেন রাসেল Elzanowksi এবং Wellnhofer। এই গণের ডাইনোসরের প্রজাতিগত নাম Archaeornithoides deinosauriscus ।
যদিও এদের পাখি বলা
হয়, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো-Coelurosaurid
ডাইনোসর।
১৯৯২ খ্রিষ্টাব্দে এই প্রজাতিটর নামকরণ করেছিলেন―
এলজানোস্কি (Elzanowksi)
এবং ওয়েলহোফার (Wellnhofer)।
এরা ছিল মাংসাশী। (ক্রেটাসিয়াস
অধিযুগ)
এরা এশিয়া অঞ্চলে বসবাস করতো। এর কিছু দাঁত ও করোটির অংশবিশেষের জীবাশ্ম
পাওয়া গেছে মঙ্গোলিয়াতে।
এদের দৈর্ঘ্য ছিল ৩ ফুট (১ মিটার) এবং ওজন ছিল ২ কেজি।
সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/Archaeornithoides
http://www.artoflegendindia.com/archaeornithoides-p-5588.html