Kingdom:
Animalia |
এ্যানাবেসটিয়া
ইংরেজি : Anabisetia।
বৈজ্ঞানিক নাম—Anabisetia
saldiviai Coria & Calvo, 2002
পুনর্গঠিত কঙ্কালের নমুনা |
Ornithischia বর্গের একটি ডাইনোসর। ক্রেটাসিয়াস অধিযুগের শেষার্ধে এরা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাস করতো। আর্জেন্টিনার প্রত্নতাত্ত্বিক গবেষক Rodolfo Coria এবং Jorge Orlando Calvo এই গণের এবং প্রজাতির নামকরণ করেন। এদের আংশিক মাথার খুলি, নিম্নচোয়ালের জীবাশ্ম পাওয়া গেছে।
এরা ছিল ছোটো আকারের উদ্ভিদভোজী। এদের দৈর্ঘ্য ছিল প্রায় ২ মিটার। দুই পায়ে ভর করে চলাফেরা করতো। সামনের দুটি পা ছিল ছোটো। গাছের ডাল টেনে ধরার জন্য সামনের দুটি পাকে হাতের মতো ব্যবহার করতো।
সূত্র:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/