এ্যারাউক্যানোর‌্যাপ্টর
ইংরেজি : Araucanoraptor
বৈজ্ঞানিক নাম : Araucanoraptor argentinus

Hadrosauridae গণের  ডাইনোসর বিশেষ। এই নামের অর্থ হলো  আর্জেন্টিনার এ্যারাউক্যানের চোর (Argentinian Araucan thief) 

১৯৯৭ খ্রিষ্টাব্দে এফ নোভাস (F. Novas) এর নামকরণ করেছিলেন এরা ছিল মাংসাশী ৯ কোটি বৎসর আগে (ক্রেটাসিয়াস অধিযুগ) এরা আদি দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাস করতো এর জীবাশ্ম পাওয়া গেছে আর্জেন্টিনাতে

এদের দৈর্ঘ্য ছিল ৮.২৫ ফুট (২.৫ মিটার), উচ্চতা ছিল ২.৭৫ ফুট (৮৩ সেন্টিমিটার) এবং ওজন ছিল ৬৬ পাউন্ড (৩০ কেজি)

এরা দেখতে অনেকটা পাখির মতো ছিল
ধারণা করা হয় এদের দেহে পালক ছিল এবং পায়ের নখ ছিল শিকলের মতো


সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://ageofdinosaurs.com/dinosaurs/araucanoraptor.htm
http://www.encyclo.co.uk/define/Araucanoraptor