Kingdom:
Animalia |
আর্জেন্টিনোসোরাস
ইংরেজি
:
Argentinosaurus
বৈজ্ঞানিক নাম
:
Argentinosaurus huinculensis
Bonaparte & Coria, 1993
Antarctosauridae গোত্রের একটি ডাইনোসর বিশেষ। এই গোত্রের একটি গণের নাম হলো- Argentinosaurus। এই নামের অর্থ― আর্জেন্টিনার টিকটিকি (Argentina Lizard=Argentina + Gr. sauros "lizard")। ১৯৯৩ সালে এর নামকরণ করেন রোডোলফো কোরিয়া (Rodolpho Coria) এবং জোস এফ বোনাপার্ট ((Jose F. Bonaparte)।
জার্মানির ফ্রাঙ্কফুর্টে রক্ষিত পুননির্মিত Argentinosaurus huinculensis-এর কঙ্কাল |
এই গণের একটি প্রজাতি হলো― Argentinosaurus huinculensis। ১৯৯৩ সালে এই প্রজাতির নামকরণ করেছিলেন রোডোলফো কোরিয়া (Rodolpho Coria) এবং জোস এফ বোনাপার্ট ((Jose F. Bonaparte)।
শিল্পীর চোখে আর্জেন্টিনোসোরাস। |
এরা ছিল উদ্ভিদভোজী। প্রায় ১০ কোটি বৎসর থেকে ৯০ কোটি ৩০ লক্ষ বৎসর পূর্বকালে (ক্রেটাসিয়াস অধিযুগ) এরা আদি দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা অঞ্চলে বসবাস করতো। ১৯৮৮ সালে একজন অবসরপ্রাপ্ত তৈল-খনির শ্রমিক প্রথম এর জীবাশ্ম আবিষ্কার করেছিলেন।
এদের দৈর্ঘ্য ছিল ১৩০ থেকে ১৪০ ফুট (৪০ থেকে ৪২ মিটার), নিতম্বের কাছে উচ্চতা ছিল ৫০ ফুট (১৬ মিটার) এবং ওজন ছিল ৮০-১০০ টন। এরা ছিল চতুষ্পদী ও দীর্ঘ গলা বিশিষ্ট প্রাণী। এরা উঁচু গাছের ডালপালা থেকে শুরু করে ভূমিসংলগ্ন উদ্ভিদ খেতো।
সূত্র :