Kingdom: Animalia |
আল্টির্হিনাস
ইংরেজি :
Altirhinus
বৈজ্ঞানিক নাম :
Altirhinus
kurzanovi
।
এই নামের অর্থ হলো- উঁচুনাক
(high nose=Lat. altus "high" + Gr. rhin-(rhis) "nose, snout" + -us)।
১৯৯৮ সালে ডেভিড নরম্যান (David
Norman)
এর নামকরণ করেন। এই ডাইনোসরটি
Iguanodon bernissartensi
নামেও পরিচিত। উল্লেখ্য ১৯৫২ সালে এই নামকরণটি করেছিলেন রোজডেস্টেভেনস্কি (Rozhdestvensky)।
এরা
ছিল উদ্ভিদভোজী। ১২ কোটি বৎসর
থেকে ১০ কোটি বৎসর পূর্বকালে
(ক্রেটাসিয়াস
অধিযুগ)
এরা মঙ্গোলিয়া অংশে বসবাস করতো। এদের জীবাশ্ম পাওয়া গেছে দক্ষিণ-মধ্য মঙ্গোলিয়ার
দক্ষিণ গোবি প্রদেশের ডোর্নোগোভ অঞ্চলে।
এদের দৈর্ঘ্য ছিল ২৩-২৬ ফুট (৭-৮ মিটার), নিতম্বের উচ্চতা ছিল ৬.৬ ফুট (২ মিটার) এবং ওজন ছিল প্রায় ৪ টন। এদের নাক ছিল বেশ বড়। ধারণা করা হয়, এদের ঘ্রাণ শক্তি প্রবল ছিল। এরা দুই পায়ে হাঁটতো, তবে হেঁটে হেঁটে খাবার গ্রহণের সময় এরা চারটি পা ব্যবহার করতো। এদের সামনের পা পিছনের পা অপেক্ষা ছোট ছিল।
সূত্র
:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/Eucnemesaurus
http://paleoart.blogspot.com/2012/06/altirhinus.html