Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
Superorder: Dinosauria
Order: Ornithischia
Genus: Amtosaurus
Species : A. magnus

এ্যাম্টোসোরাস
ইংরেজি : Amtosaurus
বৈজ্ঞানিক নাম
Amtosaurus magnus Kurzanov & Tumanova, 1978 (type)

এই নামের অর্থ হলো এ্যামটগে (মঙ্গোলিয়া)-র টিকটিকি (Amtgay [Mongolia] lizard=Amt(gay) + Gr. sauros "lizard")উল্লেখ্য মঙ্গোলিয়ার দক্ষিণাংশের ওম্পোন্‌গোভ (Omongov) প্রদেশের Amtgay অঞ্চলের নামানুসারে এর নামকরণ করা হয়েছিল। ১৯৭৮ সালে এর নামকরণ করেনকুর্জানোভ (Kurzanov) এবং টুমানোভা (Tumanova)।

এরা ছিল উদ্ভিদভোজী। ৯ কোটি ৫০ লক্ষ বৎসর থেকে ৮ কোটি ৫০ লক্ষ বৎসর পূর্বকালে (
ক্রেটাসিয়াস অধিযুগে) এরা আদি এশিয়া অঞ্চলে বসবাস করতো। এর করোটির অংশবিশেষ মঙ্গোলিয়াতে পাওয়া গেছে। এদের দৈর্ঘ্য ছিল ১৫-২৩ ফুট (৪.৫-৭ মিটার), ওজন ছিল ৮০০ কেজি।


সূত্র:
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/
http://teratophoneus.deviantart.com/art/Amtosaurus-magnus-295645914