Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Sauropsida
Order: Dinosauria
Suborder: Saurischia
Family: Theropoda
Subfamily: Coelurosauria
Genus: "Arkansaurus"
Species: "fridayi"

আর্ক্যানসোরাস
ইংরেজি : Arkansaurus
বৈজ্ঞানিক নাম : Arkansaurus fridayi

আর্ক্যাসোরাসের জীবাশ্ম

থেরোপোডা গোত্রের অন্তর্গত Arkansaurus গণের ডাইনোসর বিশেষ। এই নামের অর্থ হলো আর্ক্যারাসের িিকি। মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্ক্যা এলাকার লোকেসবার্গ-এর পাওয়ার সূত্রে, এর এরূপ নামকরণ করা হয়েছ।

১৯৭২ সালে জে বি ফ্রাইডে তাঁর একটি খামারে এই ডাইনোসরের একটি পায়ের জীবাশ্ম আবিষ্কার করেন। উল্লেখ্য, এখন পর্যন্ত এই ডাইনোসরের এই একটি মাত্র জীবাশ্ম পাওয়া গেছে। ২০০৩ খ্রিষ্টাব্দে হান্ট এর বৈজ্ঞানিক নাম দেন Arkansaurus fridayi

ধারণা করা হয়, ক্রেটাসিয়াস অধিযুগে এরা উত্তর আমেরিকাতে বসবাস করতো। এরা ছিল উট পাখির আকারের পাখি শ্রেণির ডাইনোসর। সম্ভবত উড়তে পারতো না, কিন্তু দুই পায়ে ভর দিয়ে দ্রুত দৌড়াতে পারতো। খাদ্যের বিচারে এরা ছিল মাংসাশী।

 


সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
https://en.wikipedia.org/wiki/Arkansaurus