Kingdom: Animalia
Phylum: Chordata
Clade: Dinosauria
Clade: Theropoda
Superfamily: Therizinosauroidea
Family: Alxasauridae
Genus: Alxasaurus
Species: A. elesitaiensis

 

লাক্সাসোরাস
ইংরেজি : Alxasaurus
বৈজ্ঞানিক নাম
Alxasaurus elesitaiensis, Russell & Dong, 1994
এই নামের অর্থ হলো আলক্সা মরুভূমির টিকটিকি (Alxa Desert Lizard=Alxa + Gr. sauros "lizard") উল্লেখ্য, Alxa হলো মধ্য মঙ্গোলিয়ার একটি একটি মরুময় অঞ্চল ১৯৯৪ সালে এর নামকরণ করেন রাসেল (Russell ) এবং ডং (Dong)। উল্লেখ্য, ১৯৯৪ খ্রিষ্টাব্দে এর গোত্র (Alxasauridae) এবং গণ (Alxasaurus)-এর নামকরণও করেছিলেন রাসেল এবং ডং।
 

এরা ছিল মাংসাশী
৯ কোটি ৯০ লক্ষ বৎসর আগে (ক্রেটাসিয়াস অধিযুগ) এরা এশিয়া অঞ্চলে বাস করতো

এদের দৈর্ঘ্য ছিল- ১৩ ফুট (৪ মিটার), উচ্চতা ছিল ৬ ফুট (২ মিটার), এবং ওজন ছিল ৮০০-৯০০ পাউন্ড এদের গলা ছিল বেশ লম্বা হাতের নখগুলো ছিল অপেক্ষাকৃত বড় এদের মাথা ছিল বেশ ছোট, পক্ষান্তরে লেজ ছিল যথেষ্ট বড় এবং শক্তিশালী


সূত্র:
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/