Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
clade: Dinosauria
clade: Theropoda
Family: Tyrannosauridae
Subfamily: Albertosaurinae
Genus: Alectrosaurus

এ্যালেক্ট্রোসোরাস
ইংরেজি :
Alectrosaurus
বৈজ্ঞানিক নামক : Alectrosaurus olseni

Tyrannosauridae গোত্রের ডাইনোসর বিশেষ। এই নামের অর্থ হলোআলেক্ট্রা টিকটিকি (Alectra's lizard=(Gr. alektros "unbedded, unmarried" [by extension, "alone, unrelated"] + Gr. sauros "lizard")) উলেখ্য Alectra' হলো ক্রোধ-সঞ্চারণকারিণী গ্রিক পৌরাণিক চরিত্র ১৯৩৩ সালে সি ডব্লিউ গিলমোর (C. W. Gilmore) Alectrosaurus গণের নামকরণ করেছিলেন। একই বৎসরে তিনি এর প্রজাতির নামকরণ করেন Alectrosaurus olseni

এরা ছিল মাংসাশী কোটি ৪০ লক্ষ বৎসর থেকে ৮ কোটি ৮০ লক্ষ বৎসর পূর্বকালে ( ক্রেটাসিয়াস অধিযুগ) এরা আদি এশিয়া অঞ্চলে বসবাস করতো ১৯২৩ সালে মঙ্গোলিয়ার গোবি মরুভূমি থেকে এর জীবাশ্ম আবিষ্কার করেন রয় চ্যাপম্যান এন্ড্রুস (Roy Chapman Andrews)

এই ডাইনোসরকে
টির‌্যানোসোরাস গোত্রের একটি প্রজাতি হিসাবে বিবেচনা করা হয় এদের দৈর্ঘ্য ছিল ২৫-৩০ ফুট (৮-৯ মিটার), উচ্চতা ছিল ৮ ফুট (২.৫ মিটার) এবং ওজন ছিল ১.৫ টন। এদের লম্বাটে চোয়ালে ছিল সারিবদ্ধ ক্ষুরের মতো ধারালো দাঁত এরা দুই পায়ে হাঁটতো বিশালদেহী এই ডাইনসরগুলোর হাতে এবং পায়ে ছিল বেশ বড়বড় সুতীক্ষ্ণ নখ


সূত্র :
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/