Kingdom: Animalia
Phylum: Chordata
Clade: Dinosauria
Clade: Theropoda
Clade: Neotheropoda
Genus: Altispinax
Species: A. dunkeri
Binomial name
Altispinax dunkeri

এ্যাল্টিস্পাইন্যাক্স
ইংরেজি : Altispinax
বৈজ্ঞানিক নাম
Altispinax dunkeri, Dames, 1884

Altispinax গণের অন্তর্গত ডাইনোসর বিশেষ। ১৯২৩ খ্রিষ্টাব্দে এই গণের নামকরণ করেছিলেন ভন হুয়েন (von Huene)। এই নামের অর্থ হলো- উঁচু মেরুদণ্ড (high spine=Lat. altus "high" + Lat. spina "spine" + Gr. -ax [animal name suffix]))

এর মাত্র একটি দাঁতের জীবাশ্ম পাওয়া গেছে। ১২ কোটি ৩০ লক্ষ বৎসর থেকে ১১ কোটি ৯০ লক্ষ বৎসর পূর্বকালে
(
ক্রেটাসিয়াস অধিযুগ) এরা ইউরোপের ইংল্যান্ড অংশে বসবাস করতো। ধারণা করা হয়- এগুলো ছিল বড় আকারের মাংসাশী ডাইনোসর। এদের আনুমানিক দৈর্ঘ্য হলো ৩০ ফুট (৯ মিটার), ওজন ১০০ কেজি। 


সূত্র:
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/
http://rolls3dproject.blogspot.com/2010/07/altispinax.html