Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
Order: Ornithischia
Suborder: Ankylosauria
Family: Nodosauridae
Genus: Anoplosaurus
Seeley, 1879
Species: Anoplosaurus curtonotus
Seeley, 1879

এ্যানোপ্লোসোরাস
ইংরেজি : Anoplosaurus
বৈজ্ঞানিক নাম
Anoplosaurus curtonotus 

এই নামের অর্থ হলো- অস্ত্রবিহীন টিকটিকি  (no-weapon lizard=(Gr. an- "not, without" + Gr. hoplon "weapon, shield" + Gr. sauros "lizard"
প্রতিরক্ষার জন্য, এদের পায়ের বৃদ্ধাঙ্গুলে তীক্ষ্ণ নখ ছিল অন্যান্য ডাইনোসরগুলোর তুলনায় প্রতিরক্ষার জন্য এদের শরীরে নখ, শিং, দাঁত ততটা অাক্রমনাত্মক ছিল না এমনকি এদের কোনো প্রতিরক্ষা ফলক ছিল না সেই কারণে এর এরূপ নামকরণ করা হয়েছিল কিন্তু এর গোত্র Nodosauridae-এর নাম নিয়ে বিজ্ঞানীদের সন্দেহ অাছে উল্লেখ্য ১৮৭৯ সালে এর এই সন্দেহজনক গোত্রের নামকরণ করেন ব্রিটিশ বিজ্ঞানী হ্যারি গোভিয়ার সীলি (Harry Govier Seeley)।

এরা ছিল উদ্ভিদভোজী। ১১ কোটি ২০ লক্ষ বৎসর থেকে ৯ কোটি ৮০ লক্ষ বৎসর পূর্বকালে (
ক্রেটাসিয়াস অধিযুগ) এরা ইউরোপীয় অঞ্চলে বসবাস করতো। এর অম্পূর্ণ কঙ্কাল পাওয়া গেছে ইংল্যান্ডে। ধারণা করা হয়, এদের দৈর্ঘ্য ছিল ৩-৫ মিটার এবং উচ্চতা ছিল ১.৭ মিটার। এদের ওজন ছিল প্রায় ১ টন।


সূত্র:
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/

http://www.wikidino.com/?page_id=137