Kingdom: Animalia |
এ্যান্ডেসোরাস
ইংরেজি
:
Andesaurus
বৈজ্ঞানিক নাম-
Andesaurus delgadoi Calvo &
Bonaparte, 1991
।
Andesauridae গোত্রের
এক প্রকার ডাইনোসর। এই নামের অর্থ হলো
―
অন্ডিজ পর্বতমালার টিকটিকি
(Andes
mountain Lizard= Andes + Gr. sauros "lizard")।
দক্ষিণ
আমেরিকার অন্ডিজ পার্বত্যভূমিতে
(Neuquén Province, Argentina (Rio Limay
Formation)),
এর জীবাশ্ম পাওয়া যাওয়ার কারণে এর এরূপ নামকরণ করা হয়েছে।
১৯৯১ সালে এর নামকরণ করেন কালভো এবং জোস বোনাপার্ট।
এরা ছিল উদ্ভিদভোজী।
১১ কোটি ৩০ লক্ষ বৎসর থেকে ৯ কোটি ১০ লক্ষ বৎসর পূর্বকালে (ক্রেটাসিয়াস
অধিযুগ)
এরা আদি দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা অঞ্চলে বসবাস করতো।
এর পর্যাপ্ত জীবাশ্ম পাওয়া যায় নাই।
এদের দৈর্ঘ্য ছিল ৬০-১৩০ ফুট (১৮-৪০ মিটার),
উচ্চতা
ছিল ৪০ ফুট (১৩ মিটার) এবং ওজন ছিল ১২৫০০ কেজি।
এরা ছিল চতুষ্পদী।
এদের গলা ও লেজ ছিল অত্যন্ত দীর্ঘ এবং মাথা ছিল বেশ ছোট।
সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/