Kingdom: Animalia
Phylum: Chordata
Clade: Dinosauria
Clade: Theropoda
Superfamily: Alvarezsauroidea
Family: Alvarezsauridae
Genus: Alvarezsaurus
Species: A. calvoi

এ্যাল্‌ভারেজসোরাস
ইংরেজি : Alvarezsaurus
বৈজ্ঞানিক নাম
Alvarezsaurus calvoi, Bonaparte, 1991
 

Alvarezsaurus গণের ডাইনোসর বিশেষ। ১৯৯১ খ্রিষ্টাব্দে এই গণের নামকরণ করেছিলেন Bonaparte
ইতিহাসবেত্তা
Don Gregorio Alvarez-এর নামানুসারে এই ডাইনোসরের নামকরণ করা হয়েছে এ্যালভারেজ-এর টিকটিকি (Alvarez's lizard=D. G. Alvarez + Gr. sauros "lizard")১৯৯১ সালে এর নামকরণ করেন- Bonaparte

প্রায় ৮ কোটি বৎসর আগে (
ক্রেটাসিয়াস অধিযুগ) এরা দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা অঞ্চলে বসবাস করতো। এরা ছিল ছোট আকারের মাংসাশী ডাইনোসর। দেখতে ছিল অনেকটা স্থলচর পাখির মতো। এদের আনুমানিক দৈর্ঘ্য হলো ৬ ফুট (২ মিটার), ওজন ২০ কেজি। এরা ছিল দ্বিপদী এবং অত্যন্ত দ্রুত দৌড়াতে পারতো। এদের লেজের দৈর্ঘ্য ছিল এর পুরো শরীরের অর্ধেক।


সূত্র:
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/

http://planetdi.startlogic.com/dinosaur_list/alvarezsaurus_calvoi.htm