Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
clade: Dinosauria
clade: Theropoda
Family: Megalosauridae
Genus: Afrovenator
 

এ্যাফ্রোভিন্যাটর
ইংরেজি : Afrovenator
বৈজ্ঞানিক নাম : Afrovenator abakensis

এই নামের অর্থ হলো-আফ্রিকার শিকারী
(African Hunter=Lat. Afr- (Afer), inhabitant of Africa + Lat. venator "hunter") ১৯৯৪ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন পল সি সেরেনো (Paul C Sereno), জে এ উইলসন (J. A. Wilson), লারসন (Larsson), ডুথেইল (Dutheil) এবং এইচ ডি সুয়েস (H. D. Sues)

১৩ কোটি বৎসর আগে (ক্রেটাসিয়াস অধিযুগ) এই মাংসাশী ডাইনোসরগুলো আদি আফ্রিকা অঞ্চলে বসবাস করতো। ধারণা করা হয় জুরাসিক অধিযুগের মধ্যভাগে Megalosauridae গোত্রের ডাইনোসরেরগুলো উদ্ভব হয়েছিল।  ১৯৯৩ সালে কিছু সৌখিন জীবাশ্ম প্রেমিক এর জীবাশ্ম আবিষ্কার করেন আফ্রিকার নাইজার Tiourarén Formation থেকে।

এদের দৈর্ঘ্য ছিল ২৭ ফুট (৮ মিটার), উচ্চতা ছিল ৮ ফুট (২.৫ মিটার) এবং ওজন ছিল ১০০০ পাউন্ড এদের পিছনের দুটি পা ছিল শক্তিশালী ও দীর্ঘতর সামনের দুটি হাত ছিল অপেক্ষাকৃত ছোট এই হাত দুটিকে এরা শিকার করার সময় ব্যবহার করতো


সূত্র :
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।

http://en.wikipedia.org/wiki/Afrovenator
http://dinooftheweek.blogspot.com/2012_02_01_archive.html

http://www.avph.com.br/afrovenator.htm