রাজ্য
(Kingdom)
:
প্রাণিজগৎ
(Animalia) |
থেকোস্পন্ডিলাস
ইংরেজি : Thecospondylus
।
বৈজ্ঞানিক নাম—
Thecospondylus
horneri।
এই নামের অর্থ হলো- সকেট সেলুরাস
(socket vertebrae=Gr. theke "sheath,
socket" + Gr. spondylos "vertebra")।
এর হালকা এবং সকেটের মতো মেরুদণ্ড ছিল বলে, ১৮৮২ খ্রিষ্টাব্দে এর এরূপ নামকরণ করেন সিলি (Seeley)।
এরা ছিল মাংসাশী। ১৩ কোটি ৭০
লক্ষ বৎসর থেকে ১২ কোটি ১০ লক্ষ বৎসর পূর্বকালে (ক্রেটাসিয়াস অধিযুগ) এরা
ইউরোপীয় অঞ্চলে বসবাস করতো। এদের মেরুদণ্ডের জীবাশ্ম পাওয়া গেছে ইংল্যান্ডে।
সূত্র:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/