রাজ্য (Kingdom) : প্রাণিজগৎ (Animalia)
পর্ব (phylum):  কর্ডাটা (Chordata)
শ্রেণি  Class:  সরীসৃপ (Reptilia)
ঊর্ধ্ববর্গ (Superorder): ডাইনোসোরিয়া (Dinosauria)
বর্গ (Order): Saurischia
গণ (Genus): Thecospondylus

থেকোস্পন্ডিলাস
ইংরেজি : Thecospondylus
বৈজ্ঞানিক নাম
Thecospondylus horneri

এই নামের অর্থ হলো- সকেট সেলুরাস (socket vertebrae=Gr. theke "sheath, socket" + Gr. spondylos "vertebra")

এর হালকা এবং সকেটের মতো মেরুদণ্ড ছিল বলে, ১৮৮২ খ্রিষ্টাব্দে এর  এরূপ নামকরণ করেন সিলি (
Seeley)।

এরা ছিল মাংসাশী। ১৩ কোটি ৭০ লক্ষ বৎসর থেকে ১২ কোটি ১০ লক্ষ বৎসর পূর্বকালে  (ক্রেটাসিয়াস অধিযুগ) এরা ইউরোপীয় অঞ্চলে বসবাস করতো। এদের মেরুদণ্ডের জীবাশ্ম পাওয়া গেছে ইংল্যান্ডে।


সূত্র:
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/