Kingdom |
:Animalia |
এ্যাকান্থোফোলিস
ইংরেজি : Acanthopholis
কণ্টকময় খোলস
(Thorn Scale= Gr. akantha "spine, thorn" +
Gr. pholis "scute")।
Nodosauridae গোত্রের
উদ্ভিদভোজী ডাইনোসর। এদের দেহের উপরিভাগ ডিম্বাকৃতির কণ্টকময় খোলস দ্বারা আবৃত
ছিল বলে, এদের এরূপ নামকরণ করা হয়েছে।
১৮৬৭
সালে থমাস এইচ হাক্সলে (Thomas H.
Huxley) এর নামকরণ করেন। ১২ কোটি বৎসর
পূর্বকালে (ক্রেটাসিয়াস
অধিযুগ) এরা ইউরোপের ইংল্যান্ডে ও দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা অঞ্চলে বসবাস
করতো।
১৮৬৫ সালে ব্রিটিশ বিজ্ঞানী থমাস এইচ হাক্সলে ইংল্যান্ডে এই ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছিলেন। এদের দৈর্ঘ্য ছিল ১৫ ফুট (৪.৬ মিটার) এবং ওজন ছিল প্রায় ৪৮০ কেজি। ধারণা করা হয়, ডাইনোসারদের মধ্যে এরা ছিল নির্বোধ। এরা ছিল চতুষ্পদী। ডাঙায় বসবাস করতো এবং দ্রুত হাঁটতে পারতো। এদের পিঠের উপরের কণ্টকময় বর্ম, অপরাপর মাংসাশী ডাইনোসর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় ছিল।
সূত্র
:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/Acanthopholis