Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
Order: Ornithischia
Family: Ankylosauridae
Subfamily: Ankylosaurinae
Genus: Anodontosaurus
Sternberg, 1929
species
Anodontosaurus lambei
Sternberg, 1929

এ্যানোডোন্টোসোরাস
ইংরেজি : Anodontosaurus
বৈজ্ঞানিক নাম
Anodontosaurus
Sternberg, 1929

Ankylosauridae গোত্রের ডাইনোসর বিশেষ। এই নামের অর্থ হলো দন্তহীন টিকটিকি (toothless lizard) যদিও একে দাঁত-বিহীন প্রজাতি হিসাবে নামকরণ করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তা ছিল না এদের দাঁত ছিল বেশ ছোট ছোট এবং তা বিন্যস্ত ছিল মুখের ভিতরের দিকে ১৯২৯ সালে এর নামকরণ করেছিলেন- স্টের্নবার্গ (Sternberg)

এরা ছিল উদ্ভিদভোজী। প্রায় কোটি ৫০ লক্ষ বৎসর থেকে ৭ কোটি বৎসর পূর্বকালে (ক্রেটাসিয়াস অধিযুগ) এরা উত্তর আমেরিকা অঞ্চলে বসবাস করতো

এদের পিঠের উপর ছিল খর্গের মতো অস্থিফলক এবং দেহের পাশ জুড়ে একই রকম সারিবদ্ধ ফলক ছিল। এই ফলকগুলোর জন্য এরা মাংশাসী প্রাণীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারতো।


সূত্র:
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/

http://www.dipity.com/devin/Dinosaurs/