Kingdom:
Animalia |
এ্যানাটোনিয়ান
ইংরেজি : Anatonian।
বৈজ্ঞানিক নাম—Anatotitan
copei
এই নামের অর্থ হলো- হংস টাইটান (Duck Titan=Lat. anat- (anas) "duck" + Gr. Titan, a mythical giant")। উল্লেখ্য Titan (টাইটান) ছিল গ্রিক পৌরাণিক দৈত্যকূল। ১৯৪২ সালে লুল (Lull) এবং রাইট (Wright) এর নামকরণ করেছিলেন Anatosaurus (এ্যানাটোসোরাস)। ১৯৯০ সালে এই নাম পরিবর্তন করে নামকরণ করা হয়-Anatotitian (এ্যান্যাটোটাইটিন)। এই নামকরণ করেন র্যালফ চ্যাপম্যান (Ralph Chapman) এবং মাইকেল কে ব্রেট-সুরম্যান (Michael K. Brett-Surman)।
এরা
ছিল উদ্ভিদভোজী। ৭ কোটি বৎসর থেকে ৬ কোটি ৫০ লক্ষ বৎসর পূর্বকাল পর্যন্ত (ক্রেটাসিয়াস
অধিযুগ)
ডাইনোসরগুলো বসবাস করতো। এদের বিচরণক্ষেত্র ছিল আদি উত্তর আমেরিকার উত্তর-মধ্য
অঞ্চলে। ১৮৭৬ সালে এদের জীবাশ্ম আবিষ্কৃত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটা
অঞ্চলে।
এদের দৈর্ঘ্য ছিল ৪০-৪৩,
নিতম্বের
উচ্চতা ছিল ৮ ফুট (২.৫ মিটার) এবং ওজন ছিল ২ থেকে ৫ টন। এরা চতুষ্পদী ছিল। তবে
সামনের দুটি পা ছিল একটু খাটো। এরা অধিকাংশ সময়ে দুই পায়ে ভর করে হাটতো। তবে
কখনো কখনো হাটার সময় সামনের দুটো পা ব্যবহার করতো। পায়ে ছিল খুরের মতো তিনটি
আঙুল। এদের হাঁটার গতিও ছিল মন্থর। মূলত খাদ্যগ্রহণ কালে এরা তৃণময় মাঠে বা জঙ্গলে
বিচরণ করতো। এরা সাধারণত কম উচ্চতার ছোট ছোট গাছ ও ঘাস খেতো। এদের ঠোট ছিল
হাঁসের ঠোটের মতো। এদের মুখবিবরে প্রতিস্থাপনযোগ্য তিন সারিতে সাজানো দাঁত
ছিল। এই দাঁতের সংখ্যা ছিল ৭২০টি। কোন দাঁত নষ্ট হলে- তা অচিরেই প্রতিস্থাপিত
হতো।
সূত্র:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/
http://carnivoraforum.com/topic/9329360/1/
http://dinosaurking.wikia.com/wiki/Anatotitan