Kingdom : Animalia
Phylum : Chordata
Class : Reptilia
Order: Saurischia
Superfamily: Ornithomimoidea
Family: Ornithomimidae
Genus: Anserimimus
Barsbold, 1988
Species: Anserimimus planinychus
Barsbold, 1988

এ্যান্সেরিমিমাস
ইংরেজি : Anserimimus
বৈজ্ঞানিক নাম :  Anserimimus planinychus, Barsbold, 1988

Ornithomimidae গোত্রের ডাইনোসর বিশেষ।এই নামের অর্থ হলোরাজহংসীর অনুরূপ  (goose mimic=Lat. anser "goose" + Gr. mimos "mimic") ১৯৮৮ সালে এর নামকরণ করেন বার্সোল্ড (Barsold)

এরা ছিল মাংসাশী
৭ কোটি ৫০ লক্ষ বৎসর থেকে ৭ কোটি বৎসর পূর্বকালে (ক্রেটাসিয়াস অধিযুগ) এশিয়ার মঙ্গোলিয়া অঞ্চলে বাস করতো একমাত্র কঙ্কাল (করোটি বিহীন) পাওয়া গেছে মঙ্গোলিয়াতে

এদের দৈর্ঘ্য ছিল ৩ ফুট (প্রায় ১ মিটার) এবং ওজন ছিল ৬২ কেজি এরা ছিল দ্বিপদী হাতে ছিল দীর্ঘ ও সুতীক্ষ্ণ নখ এবং গলা ও লেজ ছিল বেশ লম্বা তবে মুখে দাঁতের সংখ্যা কম ছিল বলেই অনুমান করা হয়। ।


সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/

http://juanplosoto.blogspot.com/2011/04/anserimimus.html