রাজ্য (Kingdom) : প্রাণিজগৎ (Animalia)
পর্ব (phylum):  কর্ডাটা (Chordata)
শ্রেণি  Class:  সরীসৃপ (Reptilia)
ঊর্ধ্ববর্গ (Superorder): ডাইনোসোরিয়া (Dinosauria)
বর্গ (Order): Saurischia
গণ (Genus): Thecocoelurus

থেকোসিলুরাস
ইংরেজি : Thecocoelurus
বৈজ্ঞানিক নাম
Thecocoelurus daviesi

এই নামের অর্থ হলো- সকেট সেলুরাস (socket Coelurus=Gr. theke "socket, sheath" (from Thecospondylus) + Coelurus)

১৯২৩ সালে এর নামকরণ করেন ভন হুয়েন (
von Huene)। এরা ছিল মাংসাশী। ১৩ কোটি ৭০ লক্ষ বৎসর থেকে ১২ কোটি ১০ লক্ষ বত্সর পূর্বকালে (ক্রেটাসিয়াস অধিযুগ) এরা ইউরোপীয় অঞ্চলে বসবাস করতো। ঊনবিংশ শতাব্দীতে এদের একমাত্র জীবাশ্ম পাওয়া গেছে ইংল্যাণ্ডে। British Museum of Natural History-তে এই জীবাশ্মটি সংরক্ষিত আছে।

এর দৈর্ঘ্য ছিল ৭ মিটার।


সূত্র:
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/

http://www.dinowight.org.uk/thecocoelurus.html