Kingdom: Animalia
Phylum: Chordata
Clade: Dinosauria
Order: Ornithischia
Clade: Ornithopoda
Family: Hadrosauridae
Clade: Euhadrosauria
Subfamily: Lambeosaurinae
Genus: Amurosaurus
Species: A. riabinini

এ্যামুরোসোরাস
ইংরেজি : Amurosaurus
বৈজ্ঞানিক নাম
Amurosaurus riabinini, Bolotsky & Kurzanov, 1991

এই নামের অর্থ হলো আমুর নদী-উপত্যাকার টিকটিকি (lizard from the Amur river basin) ১৯৯১  খ্রিষ্টাব্দে এর নামকরণ করেনইউরি বলোত্স্কি এবং কুরজোনোভ রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর নামক নদীর উপত্যকায় এর জীবাশ্ম পাওয়া গিয়েছিল। ৮ কোটি বৎসর থেকে ৬ কোটি ৫৫ লক্ষ বৎসর আগে (ক্রেটাসিয়াস অধিযুগ) এরা আমুর নদী-তীরবর্তী অঞ্চলে বসবাস করতো।

এই ডাইনোসর সম্পর্কে বিশেষ বিস্তারিত কিছু জানা নাই। এর করোটির যে জীবাশ্ম পাওয়া গেছে, তা থেকে ধারণা করা হয়এরা ছিল উদ্ভিদভোজী। এদের দৈর্ঘ্য ছিল ৭ মিটার।


সূত্র:
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/
http://www.natuurwetenschappen.be/fun/dinoweb/fiches/amurosaurus_riabinini