Kingdom:
Animalia |
এ্যানাসাজিসোরাস
ইংরেজি : Anasazisaurus।
বৈজ্ঞানিক নাম—Anasazisaurus
horneri Hunt and Lucas, 1993।
Hadrosauridae গোত্রের ডাইনোসর বিশেষ। Anasazisaurus নামের অর্থ এ্যানাসাজি টিকটিকি (Anasazi lizard=from Navajo 'anaasazi "ancient ones") + Gr. sauros "lizard")। প্রাচীন Anasazi (প্রাচীন আমেরিকার আদিবাসী) -র নামানুসারে এর নামকরণ করা হয়।
এরা ছিল উদ্ভিদভোজী। ক্রেটাসিয়াস অধিযুগের শেষে প্রায় ৭ কোটি ৫০ লক্ষ বৎসর আগে, এরা উত্তর আমেরিকা অঞ্চলে বসবাস করতো। এদের একটি মাত্র করোটি আংশিক নমুনা পাওয়া গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঞ্চলের সান জুয়ান অববাহিকার কির্টল্যান্ড ফরমেশানে। ধারণা করা হয়― এদের দৈর্ঘ্য ছিল ৩৩ ফুট (১০ মিটার)।
সূত্র:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/
http://www.dinoweb.narod.ru/anasazisaurus1.gif