kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
Superorder: Dinosauria
Order: Saurischia
Suborder: Theropoda
Family: Dromaeosauridae
Subfamily: Dromaeosaurinae
Genus: Adasaurus

এ্যাডাসোরাস
ইংরেজি :
Adasaurus
বৈজ্ঞানিক নাম
Adasaurus mongoliensis

Adasaurus র একটি ডাইনোসর। এই নামের অর্থ হলোএ্যাডা টিকটিকি (Ada Lizard=Ada + Gr. sauros "lizard") উল্লেখ্য মঙ্গোলিয়ান পৌরাণিক কাহিনী মতে এ্যাডা ছিল অশুভ আত্মা অশুভ বা সাক্ষাৎ-শয়তান টিকটিকি অর্থে এই নাম প্রদান করা হয়েছে ১৯৮৩ সালে এর নামকরণ করেছিলেন- রিনচেন বারসবোল্ড (Rinchen Barsbold)

প্রায় ৭ কোটি ৫০ লক্ষ বৎসর আগে (ক্রেটাসিয়াস অধিযুগের শেষের দিকে) এরা এশিয়ার মঙ্গোলিয়া অঞ্চলে বসবাস করতো এরা ছিল মাংসাশী এদের দৈর্ঘ্য ছিল ৬ ফুট (২ মিটার), উচ্চতা ছিল ২ ফুট (.৭ মিটার) এবং ওজন ছিল ৩৩ পাউন্ড (১৫ কেজি) এটি ডাইনোসর না কি পাখি ছিল, এ নিয়ে মতভেদ আছে বিজ্ঞানীদের মতে, এদের দেহ ছিল পালকযুক্ত এবং ওজনে হাল্কা এবং চঞ্চু  ছিল শিকারের উপযোগী

 


সূত্র :
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://www.enchantedlearning.com/subjects/dinosaurs/glossary/