Kingdom : Animalia |
আঙ্গাটুরামা
ইংরেজি
:
Angaturama
বৈজ্ঞানিক নাম
:
Angaturama
limai।
এই
নামের অর্থ হলো- সম্ভ্রান্ত
একজন (noble one=Tupi Indian
angaturama "noble, brave")।
উল্লেখ্য ব্রাজিলের অাদিবাসী টুপি নামক রেড ইন্ডিয়ানদের সংস্কৃতিতে-
Angaturama
রক্ষাকারী দেবতা হিসাবে পূজিত ছিলেন।
উল্লেখ্য
ব্রাজিলের যে অংশে এর জীবাশ্ম পাওয়া যায়, সেই অঞ্চলে টুপি-অাদিবাসীরা বসবাস করতো।
১৯৯৬ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন কেলনার (Kellner)
এবং ক্যাম্পস (Campos)।
এরা ছিল মাংসাশী।
ক্রেটাসিয়াস অধিযুগের
প্রথম দিকে দক্ষিণ অামেরিকার ব্রাজিল অঞ্চলে বসবাস করতো।
এর করোটির অংশবিশেষ পাওয়া গেছে।
সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/
http://grandespredadores.blogspot.com/2010/02/angaturama-limai.html