Kingdom: Animalia |
আরালোসোরাস
ইংরেজি
:
Aralosaurus
বৈজ্ঞানিক নাম
:
Aralosaurus tuberiferus
Sanz et al., 1987
।
Hadrosauridae গণের ডাইনোসর বিশেষ। এই নামের অর্থ হলো― অারাল সাগরের টিকটিকি (Aral Sea lizard=Aral + Gr. sauros "lizard")।
এর প্রথম জীবাশ্ম পাওয়া গিয়েছিল মধ্য-কাজাখস্তানে। ১৯৬৮ সালে, এখানকার অারাল সাগরের নামানুসারে এর নামকরণ করেন রোঝ্ডেস্ট্ভেন্স্কি (Rozhdestvensky)।
এরা
ছিল উদ্ভিদভোজী।
প্রায়
৯
কোটি ৫০ লক্ষ বৎসর থেকে ৮ কোটি বৎসর পূর্বকালে
(ক্রেটাসিয়াস অধিযুগ) এরা এশিয়ার
কাজাখস্তান অঞ্চলে বসবাস করতো।
এদের
দৈর্ঘ্য ছিল ৩০ ফুট (৯ মিটার) এবং ওজন ছিল ৫০০০ কেজি।
এদের
মুখের সম্মুখভাগে কোন দাঁত ছিল না।
সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/
http://animals.howstuffworks.com/dinosaurs/aralosaurus.htm