Kingdom: Animalia |
ঈজিপ্টোসোরাস
ইংরেজি :
Aegyptosaurus।
বৈজ্ঞানিক নাম—
Acrocanthosaurus atokensis।
Saurischia
বর্গের একটি
ডাইনোসরের
গণ। এই নামের অর্থ হলো—
মিশরীয় টিকটিকি (Egyptian
Lizard=Gr. Aigyptos "Egypt" + Gr. sauros "lizard")।
১৯১১ থেকে ১৯১৪ সালের ভিতর আর্নেস্ট স্টে্রামার (Ernst
Stromer)
মিশরের রাজধানী কায়রোর ১৮০ মাইল দূরে বাহারিয়া মরুদ্যানে ডাইনোসরের জীবাশ্মের
সন্ধান কার্য চালান।
১৯৩২ খ্রিষ্টাব্দে ইনি এই ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার ও নামকরণ করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় (১৯৪৪ সাল) মিত্রবাহিনীর বোমাবর্ষণে জার্মানীর মিউনিখস্থ
যাদুঘর ধ্বংস হলে—এই
ডাইনোসরের জীবাশ্ম ধ্বংস হয়ে যায়।
৯
কোটি ৯০ লক্ষ বৎসর থেকে ৯ কোটি ৩০ লক্ষ পূর্বকাল পর্যন্ত (ক্রেটাসিয়াস
অধিযুগ)
এরা আদি উত্তর আফ্রিকার সাহারা মরুভূমি অঞ্চলে বসবাস করতো।
এদের নিকটতম প্রজাতির ডাইনোসর হলো—আর্জেন্টিনোসোরাস
(Argentinosaurus)।
ঈজিক্টোসোরাস যখন পৃথিবীতে বসবাস করতো,
তখন আফ্রিকা ও
দক্ষিণ আমেরিকা সংযুক্ত অবস্থায় ছিল।
সেই সময় এদেরই একটি দল উত্তর আমেরিকায় চলে এসেছিল।
এদের বিবর্তনের একটি ধারায় দক্ষিণ আমেরিকার ছোট আকৃতির ডাইনোসরের উৎপত্তি হয়েছিল।
এরা ছিল উদ্ভিদভোজী।
এদের দৈর্ঘ্য ছিল ৫০ ফুট (১৫ মিটার),
নিতম্বের কাছে
উচ্চতা ছিল ১৬ ফুট (৫ মিটার) এবং ওজন ছিল ১০৫০০ কেজি।
এদের গলা ও লেজ ছিল অত্যন্ত দীর্ঘ।
এরা চারপায়ে হাঁটতো।
উল্লেখ্য এদের সামনের পা পিছনের পা অপেক্ষা বড় ছিল।
এই গণের দুটি প্রজাতির নাম পাওয়া যায়। এই
প্রজাতি দুটি হলো—
A. baharijensis Stromer, 1932
A. peyeri Stromer, 1933
সূত্র
:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/