অগাস্টানিয়া
ইংরেজি : Agustinia
বৈজ্ঞানিক নাম-Agustinia ligabuei
 

Kingdom
Phylum 
Sub-Phylum 
Class 
Sub-Class 

Order
Sub-order 
Genus 
 Species 

:Animalia 
:Chordata  
:Vertebrata  
:Reptilia   
:Archosauria 
 
:
Saurischia  
: Sauropodomorpha 
:Agustinia
:ligabuei

Agustin Martinelli (আর্জেন্টিনার প্যালেওন্টোলজিকাল দলের সদস্য)>
ইংরেজি Agustinia> বাংলা অগাস্ট, আগস্টনিয়া

১৯৯৯ সালে এর নামকরণ করেন  বোনাপার্ট (Bonaparte)। তরুণ ছাত্র এবং আর্জেন্টিনার প্যালেওন্টোলজিকাল দলের সদস্য Agustin Martinelli -এর স্মরণার্থে এই ডাইনোসরের নামকরণ করা হয়েছে।

১১ কোটি ২০ লক্ষ বৎসর আগে (
ক্রেটাসিয়াস অধিযুগ) এরা আর্জেন্টিনা অঞ্চলে বসবাস করতো। এরা ছিল বিশাল আকারের উদ্ভিদভোজী এবং চতুষ্পদী। এদের গলা ও লেজ ছিল বেশ লম্ব, কিন্তু মাথা ছিল বেশ ছোট। এদের গলা এবং পিঠের উপরিভাগে অস্থিময় কাঁটা দ্বারা সুরক্ষিত ছিল। বৈজ্ঞানিক নাম- Agustinia ligabuei
 


সূত্র:
ডাইনোপিডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুক্‌স ইন্ট্যারন্যাশনাল। ২০০৫।