Kingdom:
Animalia |
এ্যাম্পেলোসোরাস
ইংরেজি : Ampelosaurus ।
বৈজ্ঞানিক নাম—
Ampelosaurus atacis,
Le Loeuff, 1995।
এই নামের অর্থ হলো―ভাইনইয়ার্ড
টিকটিকি
(Vineyard Lizard=(Gr. ampelos "vine" + Gr.
sauros "lizard")
।
উল্লেখ্য ১৯৮৯ সালে দক্ষিণ-মধ্য ফ্রান্সের
Campagne-sur-Aude-এর
Blanquette de Limoux vineyards-এর
দক্ষিণ প্রান্তে এর জীবাশ্ম পাওয়া গিয়েছিল।
১৯৯৫ সালে এর নামকরণ করেন- লে লোয়েফ (Le
Loeuff)।
এরা ছিল উদ্ভিদভোজী।
১৯ কোটি ৮০ লক্ষ বৎসর থেকে ১৮ কোটি ৭০ লক্ষ বৎসর পূর্বকালে (জুরাসিক
অধিযুগ)
এরা আদি ইউরোপ অঞ্চলে বসবাস করতো।
এদের দৈর্ঘ্য ছিল ৫০ ফুট (১৫ মিটার),
উচ্চতা
ছিল ১৬ ফুট (৫ মিটার) এবং ওজন ছিল ১০ টন।
এরা ছিল চতুষ্পদী,
গলা ও লেজ ছিল
লম্বা এবং মাথা ছিল বেশ ছোট।
সূত্র:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/
http://stores.homestead.com/hstrial-Dliebman2/-strse-368/Ampelosaurus-by-Procon-CollectA/Detail.bok