Kingdom:
Animalia |
এ্যানচিসোরাস
ইংরেজি : Anchisaurus।
বৈজ্ঞানিক নাম—Anchisaurus polyzelus।
Hitchcock, 1865
এই
নামের অর্থ হলো― প্রায় টিকটিকি
(near lizard=Gr. amphi "near, around, both" + Gr. sauros "lizard")।
১৮৮৫ সালে এর গণের নামকরণ করেন Marsh।
এর প্রজাতিগত নাম দেন হিচকক
(Hitchcock)
এরা
ছিল উদ্ভিদভোজী। ২০ কোটি বৎসর থেকে ১৮ কোটি ৮০ লক্ষ বৎসর পূর্বকালে (জুরাসিক
অধিযুগ) এরা আদি
উত্তর আমেরিকা অঞ্চলে বসবাস করতো। এদের অধিকাংশ জীবাশ্ম পাওয়া গেছে মার্কিন
যুক্তরাষ্ট্রের উত্তরাংশের কানেক্টিকাট এবং ম্যাসাচুয়েটস অঞ্চলে।
এদের দৈর্ঘ্য ছিল ৬.৫-৮ ফুট (২-২.৫ মিটার), উচ্চতা ছিল ৩ ফুট (১ মিটার) ও ওজন ছিল
৬৫-১৫০ পাউন্ড। এদের ছিল দীর্ঘ গলা এবং লেজ। এরা চতুষ্পদী হলেও দুই পায়ে হাঁটতে
পারতো।
সূত্র:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/