Kingdom: Animalia
Phylum: Chordata
Clade: Dinosauria
Clade: Sauropodomorpha
Clade: Anchisauria
Family: Anchisauridae
Marsh, 1885
Genus: Anchisaurus
Marsh, 1885
Species: A. polyzelus

এ্যানচিসোরাস
ইংরেজি : Anchisaurus
বৈজ্ঞানিক নাম
Anchisaurus polyzelus
Hitchcock, 1865

এই নামের অর্থ হলো―  প্রায় টিকটিকি (near lizard=Gr. amphi "near, around, both" + Gr. sauros "lizard")। ১৮৮৫ সালে এর গণের নামকরণ করেন Marsh। এর প্রজাতিগত নাম দেন হিচকক (Hitchcock)

এরা ছিল উদ্ভিদভোজী। ২০ কোটি বৎসর থেকে ১৮ কোটি ৮০ লক্ষ বৎসর পূর্বকালে (
জুরাসিক অধিযুগ) এরা আদি উত্তর আমেরিকা অঞ্চলে বসবাস করতো। এদের অধিকাংশ জীবাশ্ম পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাংশের কানেক্টিকাট এবং ম্যাসাচুয়েটস অঞ্চলে।

এদের দৈর্ঘ্য ছিল ৬.৫-৮ ফুট (২-২.৫ মিটার), উচ্চতা ছিল ৩ ফুট (১ মিটার) ও ওজন ছিল ৬৫-১৫০ পাউন্ড। এদের ছিল দীর্ঘ গলা এবং লেজ। এরা চতুষ্পদী হলেও দুই পায়ে হাঁটতে পারতো।


সূত্র:
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/