Kingdom : Animalia
Phylum : Chordata
Class : Reptilia
Order : Saurischia
Clade : Sauropodomorpha
Clade : Sauropoda
Family : Diplodocidae
Subfamily : Apatosaurinae
Genus: Apatosaurus
Marsh, 1877

Species
A. ajax Marsh, 1877 (type)
A. excelsus (Marsh, 1879) [originally Brontosaurus]
A. louisae Holland, 1915
A. parvus (Peterson & Gilmore, 1902)
[originally Elosaurus]
Synonyms (
সমনামসমূহ)
Brontosaurus Marsh, 1879
Elosaurus Peterson & Gilmore, 1902

এ্যাপ্যাটোসোরাস
ইংরেজি : Apatosaurus
বৈজ্ঞানিক নাম
Apatosaurus ajax Marsh, 1877

Diplodocidae গোত্রের ডাইনোসর বিশেষ। এই নামের অর্থ হলো  ভ্রান্ত টিকটিকি (deceptive lizard=Gr. apatao "deceive" + Gr. sauros "lizard")।   বিজ্ঞানীরা প্রথম দিকে এর নামকরণ করেছিলেন- ব্রন্টোসোরাস। পরে এর নাম পাল্টে Apatosaurus গণ হিসাবে চিহ্নিত করা হয়

১৮৭৭ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী অথ্‌নিয়েল সি মার্স (
Othniel C. Marsh) এই ডাইনোসরগুলোর কিছু কঙ্কাল পরীক্ষা করে এর নামকরণ করেন এ্যাপাটোসোরাস ১৮৭৯ খ্রিষ্টাব্দে এর আরও কিছু কঙ্কাল পাওয়া গেলেও করোটি পাওয়া যায় নি এই কঙ্কালগুলোর প্রাপ্তি স্থান থেকে মাইল খানেক দূরে মার্স একটি খুলি পান এবং তা এই কঙ্কালগুলোর সাথে যুক্ত করেন কিন্তু এই খুলিটি ব্রন্টোসোরাস-এর খুলি ছিল না ১৯০০ খ্রিষ্টাব্দে হেনরি অসবর্ণ (Henry Osborn) একটি কঙ্কালের সাথে একটি নূতন ধরনের খুলি যুক্ত করেন কিন্তু তখন পর্যন্ত এর খুলি নিয়ে তর্ক থেকেই যায় ১৯১৫ খ্রিষ্টাব্দে আর্ল ডগলাস (Earl Douglass) একটি খুলিসহ জীবাশ্ম আবিষ্কার করেন কিন্তু  হেনরি অসবর্ণ তাঁর প্রভাব খাটিয়ে খুলি-ছাড়া এই কঙ্কালটি প্রদর্শন করার ব্যবস্থা করেন ১৯৩২ খ্রিষ্টাব্দে ডগলাস মৃত্যুবরণ করেন তখন পর্যন্ত ডগলাস তার আবিষ্কৃত ডাইনোসরের পূর্ণ কঙ্কাল প্রদর্শন করতে সক্ষম হন নাই ১৯৭৫ খ্রিষ্টাব্দের দিকে এর প্রকৃত খুলি কঙ্কালের সাথে যুক্ত করা হয়েছে

এরা ছিল উদ্ভিদভোজী ১৫ কোটি ৭০ লক্ষ বৎসর থেকে ১৪ কোটি ৬০ লক্ষ বৎসর পূর্বকালে (জুরাসিক অধিযুগ) এরা আদি উত্তর অামেরিকা অঞ্চলের মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো অংশে বসবাস করতো এদের দৈর্ঘ্য ছিল ৭০-৯০ ফুট (২১-২৭ মিটার), নিতম্বের দিকে উচ্চতা ছিল ১০-১৫ ফুট (৩-৪.৬ মিটার) এবং ওজন ছিল ৩৩-৩৮ টন এদের মাথার দৈর্ঘ্য ছিল কমপক্ষে ২ ফুট। আর চাবুকের মতো দীর্ঘ লেজটির দৈর্ঘ্য ছিল ৫০ ফুট (১৫ মিটার) প্রকৃষ্ট অর্থে এরা ছিল দৈত্যাকার ডাইনোসর এজন্য এদের প্রচুর খাবার গ্রহণ করতে হতো এদের গলা ছিল অত্যন্ত দীর্ঘ ও মোটা গলাতে ১৫টি কশেরুকা ছিল এদের পাগুলো ছিল স্তম্ভের মতো এদের লেজ ছিল ত্রিভুজাকৃতির এবং লেজের অগ্রভাগ ছিল অপেক্ষাকৃত বেশ সরু


সূত্র:
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/

http://myths-made-real.blogspot.com/2012/08/creature-feature-apatosaurus.html