Kingdom : Animalia
Phylum : Chordata
Class : Reptilia
Superorder : Dinosauria
Order : Saurischia?
Suborder : Theropoda?
Family : Allosauridae?
Genus : Apatodon
Marsh, 1877
Species : A. mirus Marsh, 1877

এ্যাপ্যাটোডোন
ইংরেজি :  Apatodon
বৈজ্ঞানিক নাম
Apatodon mirus
 Marsh, 1877

এই নামের অর্থ হলো নিরাশজনক দাঁত (deceive tooth=Gr. apatao "deceive" + Gr. odon "tooth")

এর গোত্র নিয়ে সন্দেহ আছে অনেকের ধারণা এটি এ্যালোসোরাস  (Allosaurus)

ধারণা করা হয়, এরা -এ্যালোসোরাস-এর মতই অত্যন্ত হিংস্র ছিল। দুই পায়ে ভর করে শিকারের দিকে তীব্রভাবে ছুটে যেতো। শিকারের সময় মুখের পাশাপাশি সামনের দুটি হাতকেও ব্যবহার করতো।
এরা ছিল মাংসাশী
১৫ কোটি ৬০ লক্ষ বৎসর থেকে ১৩ কোটি ৫০ লক্ষ বৎসর পূর্বকালে (জুরাসিক অধিযুগ) এরা উত্তর আমেরিকা অঞ্চলে বসবাস করতো


সূত্র:
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/

http://es.prehistrico.wikia.com/wiki/Apatodon