Kingdom:
Animalia |
এ্যালোসোরাস
ইংরেজি : Allosaurus
।
বৈজ্ঞানিক নামক :
Allosaurus fragilis
এই নামের অর্থ হলো―অদ্ভুত
টিকটিকি (Strange Lizard=Gr. allos
"strange" + Gr. sauros "lizard")।
অন্যান্য ডাইনোসরগুলো থেকে এর কশেরুকার বিন্যাস ভিন্নতর ছিল বলে, এর এরূপ নামকরণ
করা হয়েছিল। ১৮৭৭ সালে এ্যালোসোরাস নামটি দেন ওথেনিয়েল সি মার্শ (Othniel
C. Marsh)।
১৫
কোটি বৎসর থেকে ১৪ কোটি বৎসর পূর্বকালে (জুরাসিক-ক্রেটাসিয়াস
অধিযুগ) এই মাংসাশী
ডাইনোসরগুলো আদি উত্তর আমেরিকা অঞ্চলে বসবাস করতো। ১৮৮৩ খ্রিষ্টাব্দে মার্কিন
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঞ্চল থেকে এর জীবাশ্ম আবিষ্কার করেন এম পি ফেল্ক (M.P.
Felch ) এবং
এর সম্পূর্ণ কঙ্কাল সাজাতে সক্ষম হন। এ পর্যন্ত প্রায় ৫০টি
এ্যালোসোরাসের কঙ্কাল পাওয়া গেছে। এর অধিকাংশই পাওয়া গেছে―
মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো, মন্টানা, নিউ মেক্সিকো, ওকলাহোমা, দক্ষিণ
ডাকোটা, উটাহ এবং ওয়াইওমিং অঞ্চলে। তবে অস্ট্রেলিয়া, ইউরোপের পর্তুগাল ও আফ্রিকার
তাঞ্জানিয়াতে এর জীবাশ্ম পাওয়া গেছে।
এরা ছিল অত্যন্ত হিংস্র প্রকৃতির। ছোট বড় বিভিন্ন প্রজাতির উদ্ভিদভোজী ডাইনোসর
ছিল এদের শিকার। এদের শিকারের আওতায় স্টেগোসোরাস (Stegosaurus)
-এর মতো বিশাল তৃণভোজীও ছিল। তবে বড় বড় প্রাণী শিকারের সময় এরা দলবদ্ধভাবে আক্রমণ
করতো। এর জন্য এরা দলগতভাবে পরিকল্পনা করতে পারতো। সে কারণেই এই ডাইনোসরগুলোকে
অপেক্ষাকৃত বুদ্ধিমান হিসাবে বিবেচনা করা হয়।
এদের দৈর্ঘ্য ছিল প্রায় ৪০ ফুট (১২ মিটার), নিতম্বের দিকে উচ্চতা ছিল ১০ ফুট (৩
মিটার) ও ওজন ছিল ৪.৫ টন। এর কিছু কিছু প্রজাতির ওজনে পার্থক্য ছিল। যেমন―
A. ferox
এবং A. atrox
এর ওজন ছিল ১.১ থেকে ১.৯ টন।
A. amplexus এর ওজন ছিল ২.৭ থেকে
৫.৫ টন।
এদের মাথা ছিল অনেক বড়। মাথার খুলির দৈর্ঘ্য ছিল ৩ ফুট (৯০ সেন্টিমিটার)। মাথার
উপরে ছোট অস্থিময় ঢিবি ছিল। গলা ছিল ইংরেজি এস-এর মতো। এর বিশাল মুখগহ্বরে ছিল
সুতীক্ষ্ণ দাঁত। দাঁতগুলোর দৈর্ঘ্য ছিল ২-৪ ইঞ্চি (৫-১০ সেন্টিমিটার)। এরা ছিল
দ্বিপদী। এরা প্রতি ঘণ্টায় প্রায় ৪০ মাইল বেগে ছুটতে পারতো। এদের পায়ের দৈর্ঘ্য
ছিল প্রায় ১.৩৮ মিটার। এদের সামনের হাতে ছিল তিনটি আঙুল এবং আঙুলের নখের আকৃতি ছিল
প্রায় ৬ ইঞ্চি (১৫ সেন্টিমিটার)। এদের লেজ ছিল বিশাল, শরীর ছিল গাট্টাগোট্টা,
মজবুত ও ভারী।
সূত্র
:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/