Kingdom: Animalia
Phylum: Chordata
Clade: Dinosauria
Order: Ornithischia
Clade: Neornithischia
Genus: Alocodon
Species: A. kuehnei
Thulborn, 1973

এ্যালোকোডোন
ইংরেজি :
Alocodon
বৈজ্ঞানিক নাম :
Alocodon kuehnei
এই নামের অর্থ হলো-লাক্লের ফলার মতো দাঁত (furrowed tooth=Gr. alok- (alox) "furrow" + Gr. odon "tooth") ১৯৭৩ সালে থুলবর্ন (Thulborn) এর নামকরণ করেন।

এরা ছিল তৃণভোজী। ১৬ কোটি ৪০ লক্ষ বৎসর পূর্বকালে (
জুরাসিক অধিযুগ) এরা ইউরোপের পতুর্গাল অঞ্চলে বসবাস করতো। এদের দৈর্ঘ্য ছিল ৩ ফুট (১ মিটার)। এদের কিছু দাঁত এবং অস্থির ভগ্নাশেষ পাওয়া গেছে।


 

সূত্র :
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/