৩০ কোটি পূর্বাব্দের অখণ্ড প্যাঙ্গিয়া মহা-মহাদেশ

লাউরেশিয়া মহা-মহাদেশ
Laurasia

প্রাচীন পৃথিবীর একটি উল্লেখযোগ্য মহা-মহাদেশ। প্রায় ৫০ কোটি পূর্বাব্দে এই মহা-মহাদেশ গঠিত হয়েছিল। মূলত উত্তর আমেরিকান পাত এবং ইউরেশিয়ান পাত মিলিত হয়ে লাউরেশিয়া মহাদেশের সৃষ্টি হয়েছিল। এই সময় লাউরেশিয়ার ভিতরে ছিল বলকান অঞ্চল ব্যতীত ইউরোপ, ভারত ব্যতীত এশিয়ার সকল অংশ এবং উত্তর আমেরিকা।

৩০ কোটি পূর্বাব্দে
লাউরেশিয় এবং গোণ্ড্‌ওয়ানা মিলিত হয়ে তৈরি হয়েছিল প্যাঙ্গিয়া মহা-মহাদেশ উল্লেখ্য, প্রায় ৩৬ কোটি বৎসর আগে তৈরি হয়েছিল কারু বরফযুগ। এই বরফযুগটি শেষ হয়েছিল প্রায় ২৬ কোটি বৎসর পূর্বে। মেসোজোয়িক যুগ-এর অন্তর্গত ট্রায়াসিক (Triassic) অধিযুগের শুরুতে (২৫ কোটি বৎসর আগে) এই বৃহৎ মহা-মহাদেশটি অখণ্ড ছিল। কিন্তু ভিতরে ভিতরে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া ছিল।

প্রায় ২০ কোটি বৎসর আগে মহা-মহাদেশটি ভেঙ্গে নতুন রূপ লাভ করা শুরু হয়। এই সময় প্যাঙ্গিয়ার উত্তরাংশে ছিল ইউরেশিয়া, উত্তর আমেরিকা, আফ্রিকার উত্তরাংশ এবং দক্ষিণ আমেরিকা। অন্যদিকে দক্ষিণাংশে ছিল আফ্রিকার দক্ষিণাঞ্চল, অস্ট্রেলিয়া, এন্টার্ক্টিকা ভারত।

২০ থেকে ১৮ কোটি পূর্বাব্দের প্যাঙ্গিয়া মহা-মহাদেশের কাল্পনিক চিত্র

 প্রায় ১৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে প্যাঙ্গিয়া বিভাজিত হয়ে দুটি মহামহাদেশের সৃষ্টি হয়। বিজ্ঞানীর এর উত্তরাংশের নামি দিয়েছেন লাওরেশিয়া এবং আর দক্ষিণাংশের নাম দিয়েছেন গোণ্ডোয়ানা। 

প্রায় ১৪ কোটি বৎসর আগে ভারতীয় পাত যুক্ত হয়ে যায় অস্ট্রেলিয়া, এ্যান্টার্ক্টিকা এবং দক্ষিণ আমেরিকার সাথে।  মেসোজোয়িক যুগ-এর অন্তর্গত ক্রেটাসিয়াস (Cretaceous) অধিযুগে (৬ কোটি বৎসর আগে) লাউরেশিয়া ভেঙে যায়। আর গোণ্ডোয়ানা চূড়ান্তরূপে ভেঙে যায় ৫ কোটি বৎসর আগে।

ক্রেটাসিয়াস  অধিযুগের প্রথমার্ধের তাপমাত্রা যথেষ্ঠ উষ্ণ ছিল। ফলে এই সময়ে মেরু অঞ্চলে কোন বরফ ছিল না। এই কারণেই সাধারণ সমতল ভূভাগের বিচারে সমুদ্রের উপরিভাগ বেশ উচ্চ ছিল। অধিকাংশ ভূভাগের উপরিভাগে তখনও সমুদ্রের পানি ছিল। এই জলাভূমিতে সৃষ্টি হয়েছিল বিশাল বনভূমি। কোথাও কোথাও সৃষ্টি হয়েছিল উচ্চভূমির দ্বীপাঞ্চলের মতো অংশ। এই সকল উঁচুভূমি এবং জলসংলগ্ন ভূমিতে বিচরণ করতো বিভিন্ন প্রজাতির ডাইনোসরসমূহ।

ক্রেটাসিয়াস অধিযুগের প্রথমার্ধ অতিক্রান্ত হওয়ার পর থেকে ক্রমে ক্রমে পৃথিবীর  তাপমাত্রা কমতে শুরু করে। এই সময়ে আগ্নেয়গিরিগুলো অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছিল। তৈরি হয়েছিল বিভিন্ন আগ্নেয় পর্বতমালা। এই সময়ের সৃষ্ট উল্লেখযোগ্য পর্বতমালাগুলো হলো- উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাডাস, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রকি পর্বতমালা, ইউরোপের আলপস পর্বতমালা। মধ্য ক্রেটাসিয়াস অধিযুগে সমুদ্রের পানি ভূভাগের এক-তৃতীয়াংশ স্থান দখল করেছিল। এই সময়ে পৃথিবীর তাপমাত্রা কমতে থাকলে ক্রমে ক্রমে মেরু অঞ্চলে বরফ জমাট বাঁধতে শুরু করে। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমতে থাকে।