ইউরোমেরিকা (Euramerica)
প্রাচীন পৃথিবীর ক্ষুদ্রাকার মহা-মহাদেশ।

এর অন্যান্য নাম লাউরুস্‌সিয়া (Laurussia) বা প্রাচীন লোহিত মহাদেশ (Old Red Continent)। লোহিত বালি এবং পাথুরে উপাদান দিয়ে গঠিত বলে কেউ কেউ প্রাচীন লোহিত মহাদেশ (Old Red Sandstone Continent) বলে থাকেন।

সিলুরিয়ান অধিযুগ (
৪৪.৩৮-৪১.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) গোন্ড্‌ওয়ানা মহামহাদেশ দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকে এবং এক সময় দক্ষিণ মেরুর দিকে একটি বিশাল ভূখণ্ডের সৃষ্টি করে। ফলে উত্তর মেরুর দিকে সৃষ্টি হয় বিশাল মহাসাগর। এর ভিতরে বিষুবরেখা অঞ্চলে লাউরেনশিয়া এবং বাল্টিকা নামক দুটি ছোটো মহাদেশ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এই অবস্থায় আরো এ্যাভালোনিয়া নামক ছোটো একটি মহাদেশ গোণ্ড্‌ওয়ানা মহা-মহাদেশ থেকে বিচ্ছিন্ন অবস্থায় উত্তর দিকে যাত্রা শুরু করেছিল। ডেভোনিয়ান অধিযুগের প্রাক্কালে- ৪১ কোটি ৮০ লক্ষ বৎসরের দিকে লাউরেন্‌শিয়া, বাল্টিকা এবং এ্যাভোলিনিয়া ক্রেটনের ভিতরে সংঘর্ষ হয় এবং এর মাধ্যমে সৃষ্টি হয়ৈছিল ইউরোমেরিকা মহামহাদেশ।

৩০ কোটি পূর্বাব্দের অখণ্ড প্যাঙ্গিয়া মহা-মহাদেশ

৩০ কোটি পূর্বাব্দে ইউরোমেরিকা এবং গোণ্ড্‌ওয়ানা মহা-মহাদেশের সাথে মিলিত হয়ে তৈরি হয় প্যাঙ্গিয়া মহা-মহাদেশ। এই সময় মহা-মহাদেশটি বিষুবরেখা বরবার ছিল।

পার্মিয়ান অধিযুগে (২৯ কোটি ৯০ লক্ষ বৎসর থেকে ২৫ কোটি ১০ লক্ষ
খ্রিষ্টপূর্বাব্দ) এই মহা-মহাদেশটি প্যাঙ্গিয়া'র অংশ হিসেবে ছিল।

২০ থেকে ১৪ কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে
জুরাসিক অধিযুগে প্যাঙ্গিয়া বিভাজিত হয়ে গণ্ডোয়ানা এবং লাউরেশিয়া মহাদেশে বিভাজিত হয়ে যায়। এই সময় ইউরোমেরিকা লাউরেশিয়ার অংশে ছিল।

ক্রেটাসিয়াস অধিযুগে (
১৪ কোটি ৫০ থেকে ৬ কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ) লাউরেশিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়। এর এক ভাগ ছিল উত্তর আমেরিকা, অপরভাগ ছিল ইউরেশিয়া। এই সময় এ্যাভেলোনিয়া ক্রেটন উত্তর আমেরিকার সাথে ছিল এবং বাল্টিকা যুক্ত হয়েছিল ইউরেশিয়ার সাথে।