ইউরোমেরিকা (Euramerica
)
৩০ কোটি পূর্বাব্দের অখণ্ড প্যাঙ্গিয়া মহা-মহাদেশ |
৩০ কোটি পূর্বাব্দে
ইউরোমেরিকা
এবং
গোণ্ড্ওয়ানা মহা-মহাদেশের
সাথে
মিলিত হয়ে তৈরি হয় প্যাঙ্গিয়া মহা-মহাদেশ।
এই সময় মহা-মহাদেশটি বিষুবরেখা বরবার ছিল।
পার্মিয়ান অধিযুগেও (২৯ কোটি ৯০ লক্ষ বৎসর থেকে ২৫ কোটি ১০
লক্ষ
খ্রিষ্টপূর্বাব্দ) এই
মহা-মহাদেশটি
প্যাঙ্গিয়া'র অংশ হিসেবে ছিল।
২০ থেকে ১৪ কোটি ৫০
লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে
জুরাসিক অধিযুগে
প্যাঙ্গিয়া বিভাজিত হয়ে গণ্ডোয়ানা এবং লাউরেশিয়া মহাদেশে বিভাজিত হয়ে যায়। এই
সময় ইউরোমেরিকা লাউরেশিয়ার অংশে ছিল।
ক্রেটাসিয়াস
অধিযুগে (১৪
কোটি ৫০ থেকে ৬ কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ)
লাউরেশিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়। এর এক ভাগ ছিল
উত্তর আমেরিকা, অপরভাগ ছিল ইউরেশিয়া। এই সময়
এ্যাভেলোনিয়া ক্রেটন উত্তর আমেরিকার সাথে ছিল এবং বাল্টিকা যুক্ত হয়েছিল ইউরেশিয়ার
সাথে।