পার্মিয়ান অধিযুগ  
(Permian period)
২৯.৯-২৫.১৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ

ক্যাম্রিয়ান মহাকালের অনতর্গত
ফ্যানেরোজোয়িক কালের- তিনটি যুগের প্রথম যুগ হলো প্যালোজোয়িক।  আর প্যালোজোয়িক যুগের ষষ্ঠ অধিযুগ হলো পারমিয়ান অধিযুগ।  ১৮৪১ খ্রিষ্টাব্দে  Sir Roderick Murchison  রাশিয়ার Perm Krai অঞ্চলের নামানুসারে এর নামকরণ করেছিলেন। ২৯ কোটি ৯০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই অধিযুগের সূচনা হয়েছিল আর শেষ হয়েছিল ২৫ কোটি ১০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে।

প্যাঙ্গিয়া মহা-মহাদেশ

এর আগের কার্বোনিফেরাস অধিযুগের বরফ-শীতল পৃথিবীতে ৩০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে জন্ম নিয়েছিল ইউরোমেরিকা এবং  প্যাঙ্গিয়া। এই সূত্রে সৃষ্টি হয়েছিল বহু উচ্চভূমি এবং পর্বতমালা।

এই অধিযুগের শুরুতে কারু বরফযুগের প্রভাবে পৃথিবীকে বরফের গোলকে পরিণত করেছিল। বরফাচ্ছাদির সাগরের নিচের জলে এবং বরফে ঢাকা স্থলভূমিতে সামান্য কিছু প্রজাতি জীবন রক্ষা করতে সক্ষম হয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন, কারু বরফযুগের শেষে জলজ প্রজাতির ৯৫ ভাগ এবং স্থলজ জীবের ৭০ ভাগ বিলুপ্ত হয়ে গিয়েছিল। ২৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের পরে কারু বরফযুগের শেষে হয়েছিল। এরপর ধীরে ধীরে পৃথিবী উষ্ণ হয়ে উঠেছিল। এই সূত্রে জীবজগতে আবির্ভূত হয়েছিল বহু নতুন নতুন প্রজাতি।

এই অধিযুগের উল্লেখযোগ্য বিষয়াবলি

২৫ কোটি ১৯ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে প্যালোজোয়িক যুগ শেষ হয়ে যায়। এরপর শুরু হয় মেসোজোয়িক যুগ।


সূত্র :