পার্মিয়ান
			অধিযুগ  
 
			(Permian
		period)
 
		২৯.৯-২৫.১৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ 
ক্যাম্রিয়ান 
মহাকালের অনতর্গত 
		
			ফ্যানেরোজোয়িক 
		কালের- তিনটি 
যুগের প্রথম যুগ হলো  
		প্যালোজোয়িক।  
আর 
		প্যালোজোয়িক যুগের 
ষষ্ঠ 
		অধিযুগ হলো পারমিয়ান অধিযুগ।  ১৮৪১ খ্রিষ্টাব্দে 
		 Sir Roderick Murchison  
		রাশিয়ার Perm Krai
		 
		অঞ্চলের নামানুসারে এর নামকরণ করেছিলেন। ২৯ কোটি ৯০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে 
 এই অধিযুগের সূচনা 
		হয়েছিল। 
	আর শেষ হয়েছিল 
		২৫ কোটি ১০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে।
	
		|  | 
	
		| প্যাঙ্গিয়া
		মহা-মহাদেশ | 
এর আগের 
কার্বোনিফেরাস অধিযুগের 
বরফ-শীতল 
		পৃথিবীতে ৩০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে জন্ম নিয়েছিল 
ইউরোমেরিকা এবং 
প্যাঙ্গিয়া। 
		এই সূত্রে সৃষ্টি হয়েছিল বহু উচ্চভূমি এবং পর্বতমালা।
এই অধিযুগের শুরুতে   
কারু বরফযুগের 
প্রভাবে পৃথিবীকে বরফের গোলকে পরিণত করেছিল। বরফাচ্ছাদির সাগরের নিচের জলে এবং 
বরফে ঢাকা স্থলভূমিতে সামান্য কিছু প্রজাতি জীবন রক্ষা করতে সক্ষম হয়েছিল। 
বিজ্ঞানীরা মনে করেন, 
	   
কারু বরফযুগের শেষে জলজ প্রজাতির ৯৫ ভাগ এবং স্থলজ জীবের ৭০ ভাগ বিলুপ্ত হয়ে 
গিয়েছিল।
	২৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের পরে কারু 
	বরফযুগের
	শেষে হয়েছিল। এরপর ধীরে ধীরে পৃথিবী উষ্ণ হয়ে উঠেছিল। এই সূত্রে জীবজগতে 
আবির্ভূত হয়েছিল বহু নতুন নতুন প্রজাতি।
এই অধিযুগের উল্লেখযোগ্য বিষয়াবলি
	- ২৯.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ: সরীসৃপ জাতীয় প্রাণীকুল থেকে উদ্ভব ঘটে
	 
	প্যারেপ্টিলিয়া (Parareptilia) 
	থাকের প্রাণীকুল। 
	
	
	তবে এদের সকল প্রজাতি ২০ কোটি ১৩ লক্ষ 
	খ্রিষ্টাব্দের ভিতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল। 
 
 এই সময়ের 
	 
	প্যারেপ্টিলিয়া জাতীয় সরীসৃপে আদিম প্রজাতিগুলোকে মেসোসোরিয়া বর্গে
(Mesosauria) 
	এবং মেসোসোরিডি 
	
(Mesosauridae)
	গোত্রটি তিনটি গণে বিভাজিত হয়ে যায়। এই গণগুলো হলো-
	- মেসোসোরাস 
	(Mesosaurus) 
	
	গণ। এর প্রজাতি 
	
	Mesosaurus tenuidens। 
	২৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে যায়। 
	
- 
	
	
ব্রাজিলিওসোরাস (Brazilosaurus
	
	
	) 
	গণ। এর প্রজাতি 
	
	Brazilosaurus sanpauloensis 
	। ২৭ কোটি ৯৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে যায়। 
	
- 
	
	স্টেরিয়োস্টের্নাম 
	(Stereosternum)
	
	
	গণ। এর প্রজাতি 
	
	Stereosternum tumidum 
	। ২৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে যায়। 
	
উল্লেখ্য 
	
সোরাপ্সিডা জাতীয় প্রাণীকুলের অপর ভাগ 
	
	ইউরেপ্টিলিয়া (Eureptilia)-কে মূল ধারা হিসেবে 
	বিবেচনা করা হয়।
	
	এই ভাগ থেকে পরবর্তী সময়ে 
	কুমির জাতীয় প্রাণীর উদ্ভব ঘটে। সম্ভত এই সময়ে সাইকাডোফাইটা  
	
	Cycadophyta 
	 
	বিভাগের উদ্ভিদের উদ্ভব 
	হয়।
 
	২৯.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ:
	ক্যাসিসোরিয়া 
	(Caseasauria) 
	নামক প্রাণীকূলের 
	মূলধারা থেকে উদ্ভব ঘটেছিল ইয়োথাইরিডিডি 
	(Eothyrididae) 
	
	গোত্রের 
	প্রজাতিসমূহ।
	
২৮.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ: 
	অন্যদিকে 
	সরীসৃপ শ্রেণির 
	ডায়াপ্সিডা জাতীয় 
	প্রাণীকূলে নব্য রূপ লাভ করে। বিবর্তিত নতুন ডায়াপ্সিডাকে বিজ্ঞানীরা নাম 
	দিয়েছেন  নিয়োডায়াপ্সিডা
	
(Neodiapsida)।
	মূলত
	এই সূত্রে 
	ডায়াপ্সিডা প্রধান দুটি বর্গে বিভাজিত হয়ে গিয়েছিল। বর্গদুটি হলো হলো-
	 আরিয়োস্কেলিডা ও
	নিয়োডায়াপ্সিডা। এর ভিতরে আরিয়োস্কেলিডা  
বর্গের প্রজাতিসমূহ ২৭ কোটি ৫৬ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে বিলুপ্ত হয়ে গিয়েছিল।
	
	২৮.৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ:
	এই সরীসৃপ শ্রেণীর অন্তর্গত 
	
	মেসোসোরিডি 
	
(Mesosauridae)
	গোত্রের অন্তর্গত করা হয়- ব্রাজিলিওসোরাস গণের 
	
	Brazilosaurus sanpauloensis 
	নামক প্রজাতির উদ্ভব হয়। তবে ২৭ কোটি ৯৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এরা বিলুপ্ত 
	হয়ে গিয়েছিল।  
	
	
 
	২৮ কোটি 
	খ্রিষ্টপূর্বাব্দ: কারুযুগের শীতল পরিবেশে উদ্ভব হয়েছিল বিটল। এই সাথে 
	উদ্ভব হয়েছিল আরও বহু স্থলজ প্রাণী ও উদ্ভিদ। আবার এই সময়ে বহু প্রজাতি 
	বিলুপ্তও হয়ে যায়। যেমন- সরীসৃপ শ্রেণির অন্তর্গত 
	মেসোসোরাস 
	(Mesosaurus) 
	গণের 
	Mesosaurus 
	tenuidens 
	নামক প্রজাতি এই সময়ে 
	বিলুপ্ত হয়ে গিয়েছিল।
	২৭.৯৫ কোটি 
	খ্রিষ্টপূর্বাব্দ: এই সময়ে সরীসৃপ শ্রেণীর অন্তর্গত 
	
	মেসোসোরিডি 
	
(Mesosauridae) 
	গোত্রের অন্তর্গত করা হয়- ব্রাজিলিওসোরাস গণের 
	
	Brazilosaurus sanpauloensis 
	নামক প্রজাতি বিলুপ্ত হয়ে যায়।
	
	২৭.৫ কোটি 
	খ্রিষ্টপূর্বাব্দ: থেরাপ্সিডা বর্গের প্রজাতিসমূহের উদ্ভব হয়।
	
	২৭ কোটি 
	খ্রিষ্টপূর্বাব্দ:  
	এই সময়ে গিঙ্ক্গোয়ালেস 
	
	(Ginkgoales) 
	বর্গের উদ্ভিদের উদ্ভব হয়েছিল।
	একই সাথে প্রাণিজগতে প্লাটিহেলমিনথিস পর্বের আবির্ভাব ঘটেছিল।
	২৬.৮ কোটি 
	খ্রিষ্টপূর্বাব্দ:  এই 
	সময়ে 
	প্লাটিহেল্মিনথিস পর্বের প্রাণীকুলের উদ্ভব হয়।
	এছাড়া
	নিয়োডায়াপ্সিডা 
	জাতীয় সরীসৃপ থেকে সোরিয়া 
	(Sauria) 
	নামক প্রাণীকূলের উদ্ভব 
	হয়। প্রায় একই সময়ে 
	সোরিয়া প্রজাতুকুল থেকে উদ্ভব হয় 
	আর্কোসোরোনোর্ফস 
	(Archosauromorpha) 
	প্রাণীকুল।
	
	২৬ কোটি 
	খ্রিষ্টপূর্বাব্দ: এই সময়ে 
	থেরাপ্সিডা বর্গ থেকে উদ্ভব হয় 
	সিনোডোন্টিয়া  
	
	(Cynodontia) 
	প্রাণীকুল।
	
	২৫ কোটি ১৯ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে 
প্যালোজোয়িক যুগ শেষ হয়ে যায়। এরপর শুরু হয় মেসোজোয়িক যুগ।
	
	
সূত্র :