ক্যাম্ব্রীয়ান মহাকাল
(Cambrian
Supereon)
এর ব্যাপ্তীকাল ৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত।
ভূতাত্ত্বিক কাল বিভাজনে এই জাতীয় কোনো মহাকালের নাম পাওয়া যায় না। মজার ব্যাপার
হলো-
ভূবিজ্ঞানীরা পৃথিবীর সমগ্র বয়সকে প্রাথমিকভাবে দুটি মহাকালে ভাগ
করা হয়েছে। এর প্রথম মহাকালের নাম
ক্যাম্ব্রীয়-পূর্ব মহাকাল
(Precambrian
eon)। কিন্তু
অপর মহাকালের নাম নেই। ক্যাম্ব্রিয়ান নামক একটি অধিযুগ রয়েছে
ফ্যানেরোজোয়িক
কালের অন্তর্গত
প্যালোজোয়িক
(Paleozoic)
যুগের একটি অধিযুগ হিসেবে। কালানুক্রমে অবশ্য ক্যাম্রিয়ান অধিযুগটির শুরু হয়েছে
ক্যাম্ব্রীয়-পূর্ব মহাকালের বিচারে। তাই প্রচলিত ভূতাত্ত্বিক কালবিভাজনের প্রচলিত
ধারা ভেঙে দ্বিতীয় মহাকালের নামকরণ করা হয়েছে ক্যাম্ব্রীয় মহাকাল। নিচে এই
মহাকালের সূচি দেওয়া হলো।
ক্যাম্ব্রিয়ান মহাকাল: ৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত
আদ্য ট্রায়াসিক: সাইথিয়ান অন্তঃযুগ
ইন্ডুয়ান: ২৫.৯০২-২৫.১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
ওলেনেকিয়ান: ২৫.১২ —২৪.৭২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
মধ্য ট্রায়াসিক: টিআর২ অন্তঃযুগ
আনিসিয়ান: ২৪.৭২ —২৪.২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
ল্যাডিনিয়ান: ২৪.২ —২৩.৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
অন্ত্য ট্রায়াসিক: টিআর৩ অন্তঃযুগ
কারনিয়ান: ২৩.৭—২২.৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
নোরিয়ান: ২২.৭—২০.৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
হৃটিয়ান: ২০.৮৫ —২০.১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
আদ্য ক্রেটাসিয়াস অধিযুগ:
বেরিয়াসিয়ান: ১৪.৫-১৩.৯৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
ভ্যালাঙ্গিনিয়ান: ১৩.৯৮-১৩.২৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
হাউটেরিভিয়ান: ১৩.২৯-১২.৯৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
ব্যারেমিয়ান: ১২.৯৪-১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
এ্যাপ্টিয়ান: ১২.৫-১১.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
এ্যাল্বিয়ান: ১১.৩-১০.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
অন্ত্য ক্রেটাসিয়াস অধিযুগ:
সেনোমেনিয়ান: ১০.৫-৯.৩৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
তুরোনিয়ান: ৯.৩৯-৮.৯৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
কোনিয়াসিয়ান: ৮.৯৮-৮.৬৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
স্যান্টোনিয়ানয়ান: ৮.৬৩-৮.৩৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
ক্যাম্পানিয়ান: ৮.৬৩-৭.২১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
মাস্ট্রিক্টিয়ান: ৭.২১-৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
প্রিবোরিয়াল আমল: ১১,৭০০-৯০০০ খ্রিষ্টপূর্বাব্দ
বোরিয়াল: ৯,০০০-৭৫০০ খ্রিষ্টপূর্বাব্দ
আটলান্টিক: ৭৫০০-৫০০০ খ্রিষ্টপূর্বাব্দ
সাব-বোরিয়াল: ৫,০০০-২,৫০০ খ্রিষ্টপূর্বাব্দ
সাব-আটলান্টিক আমল: ২,৫০০ বৎসর পূর্বকাল থেকে বর্তমান সময় পর্যান্ত