ক্যাম্ব্রীয়ান মহাকাল
(
Cambrian Supereon)
এর ব্যাপ্তীকাল ৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত।

ভূতাত্ত্বিক কাল বিভাজনে এই জাতীয় কোনো মহাকালের নাম পাওয়া যায় না। মজার ব্যাপার হলো- 
ভূবিজ্ঞানীরা পৃথিবীর সমগ্র বয়সকে প্রাথমিকভাবে দুটি মহাকালে ভাগ করা হয়েছে। এর প্রথম মহাকালের নাম ক্যাম্ব্রীয়-পূর্ব মহাকাল (Precambrian eon)। কিন্তু অপর মহাকালের নাম নেই। ক্যাম্ব্রিয়ান নামক একটি অধিযুগ রয়েছে ফ্যানেরোজোয়িক কালের অন্তর্গত প্যালোজোয়িক (Paleozoic) যুগের একটি অধিযুগ হিসেবে। কালানুক্রমে অবশ্য ক্যাম্রিয়ান অধিযুগটির শুরু হয়েছে ক্যাম্ব্রীয়-পূর্ব মহাকালের বিচারে। তাই প্রচলিত ভূতাত্ত্বিক কালবিভাজনের প্রচলিত ধারা ভেঙে দ্বিতীয় মহাকালের নামকরণ করা হয়েছে ক্যাম্ব্রীয় মহাকাল। নিচে এই মহাকালের সূচি দেওয়া হলো।

ক্যাম্ব্রিয়ান মহাকাল: ৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত