ড্যানিয়ান আমল

Danian Age
৬.৬-৬.১৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
 

প্যালেয়োসিন অন্তঃযুগের প্রথম আমল। ৬ কোটি ৬০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই আমল শুরু হয় এবং শেষ হয় ৬ কোটি ১৬ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে। ১৮৪৭ খ্রিষ্টাব্দে এই অন্তঃযুগের নামকরণ করেন জার্মান-সুইজ বিজ্ঞানী Pierre Jean Édouard Desor । ডেনমার্কের ল্যাটিন নাম থেকে এই অন্তঃযুগের নামটি গ্রহণ করা হয়েছে। এই আমলের শেষে শুরু হয়েছিল সেলান্ডিয়ান আমল

এই অন্তঃযুগের শুরু দিকে পৃথিবী বেশে শীতল দশায় পৌঁছেছিল। তবে শেষের দিকে বেশ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। এর ফলে গ্রিনল্যান্ড ও দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া অঞ্চলে উদ্ভিদে ছেয়ে গিয়েছিল। এই অন্তঃযুগে মেরু অঞ্চল শীতল আবহাওয়া বিরাজ করলেও, উত্তর আমেরিকা, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চল বেশ উষ্ণ ছিল।

আগের আমল পর্যন্ত দু চারটি ডাইনোসরে যা অবশিষ্ট ছিল। এই আমলের তার সবই বিলুপ্ত হয়ে গিয়েছিল।

স্তন্যপায়ী প্রাণীর ব্যাপক পরিবর্তন ঘটেছিল এই আমলে। এই পরিবর্তনের ধারায় প্রধান রূপ দান করেছিল স্ত্রী প্রাণীর দেহে অমরা উদ্ভবের মাধ্যমে। এই আমলের শুরুর দিকে ইউথেরিয়া থাকের কিছু  স্ত্রী প্রাণীর প্রজনন অঙ্গে অমরার উদ্ভব হয়েছিল। এই জাতীয় স্ত্রীপ্রাণ গর্ভধারণের পর, জরায়ু নামক অঙ্গে ভ্রূণ বৃদ্ধি পেতে থাকে। এই ভ্রূণের পুষ্টির জন্য ভ্রূণ এবং এবং জরায়ুর সাথে কিছু সংযোজক অংশ তৈরি হয়। এই অংশকে বলা হয় অমরা বা গর্ভফুল। এই অমরার দ্বারা ভ্রূণ মাতৃদেহ থেকে পুষ্টি লাভ করে। ইউথেরিয়া থাকের প্রাণিকুলের যে সকল প্রজাতির দেহে এই বিশেষ ব্যবস্থার উদ্ভব হয়েছিল। তাদেরকেই প্লাসেন্টালিয়া
(Placentalia) ক্ষুদ্রশ্রেণি নামে অভিহিত করা হয়েছে। এই থাক উদ্ভব হয়েছিল হাতি, আর্ডভার্ক, খরগোষ, বাদুর, ঘোড়া, জেব্রা, কুকুর, বিড়াল ইত্যাদি। ধারণা করা হয় এদের বিকাশ ঘটেছিল দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা আরণ্যক পরিবেশে।

এই আমলের শুরুর দিকে অর্থাৎ প্রায় ৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
প্লাসেন্টালিয়া প্রাণিকুল থেকে আট্‌লান্টোজেনাটা থাক পৃথক হয়ে গিয়েছিল। আর মূল ধারায় থেকে গিয়েছিল এক্সাফ্রোপ্লাসেন্টালিয়া থাকের প্রাণিকুল।


সূত্র