বোরেয়োইউথেরিয়া
Boreoeutheria

স্তন্যপায়ী শ্রেণির প্রাণীর অন্তর্গত প্লাসেন্টালিয়া ক্ষুদ্রশ্রেণির একটি থাক বিশেষ। গ্রিক βόρειο অর্থ 'উত্তর দিক', ευ অর্থ উত্তম এবং θεριό  অর্থ পশু। এই বিচারে উত্তরের উত্তম পশু। এই থাক থেকে উদ্ভব হয়েছিল জিরাফ, কুকুর, ইদুর, বাদুর, তিমি, মানুষ ইত্যাদি।

স্তন্যপায়ী প্রাণীর ইউথেরিয়া  থাক থেকে ৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ অমরাযুক্ত প্লাসেন্টালিয়া ক্ষুদ্রশ্রেণির স্তন্যপায়ী প্রাণির আবির্ভাব ঘটেছিল।

৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে প্লাসেন্টালিয়া প্রাণিকুল থেকে আট্‌লান্টোজেনাটা থাক পৃথক হয়ে গিয়েছিল। আর মূল ধারায় থেকে গিয়েছিল এক্সাফ্রোপ্লাসেন্টালিয়া থাকের প্রাণিকুল।

৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের কিছু পরে
এক্সাফ্রোপ্লাসেন্টালিয়া থাক ৩টি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-

৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে বোরেয়োইউথেরিয়া থাকের প্রাণিকুল দুই ভাগে বিভাজিত হয়ে যায়। ভাগ দুটি হলো-


সূত্র: