প্লাসেন্টালিয়া
Placentalia

স্তন্যপায়ী প্রাণীর একটি ক্ষুদ্রশ্রেণি বিশেষ। ১৮৩৭ খ্রিষ্টাব্দে এই ক্ষুদ্রশ্রেণিটি সম্পর্কে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেন ওয়েন। প্লাসেন্টালিয়া

এই জাতীয় প্রাণিকুলের স্ত্রীপ্রাণি গর্ভধারণের পর, জরায়ু নামক অঙ্গে ভ্রূণ বৃদ্ধি পেতে থাকে। এই ভ্রূণের পুষ্টির জন্য ভ্রূণ এবং এবং জরায়ুর সাথে কিছু সংযোজক অংশ তৈরি হয়। এই অংশকে বলা হয় অমরা বা গর্ভফুল। এই অমরার দ্বারা ভ্রূণ মাতৃদেহ থেকে পুষ্টি লাভ করে। ইউথেরিয়া থাকের প্রাণিকুলের যে সকল প্রজাতির দেহে এই বিশেষ ব্যবস্থার উদ্ভব হয়েছিল। তাদেরকেই প্লাসেন্টালিয়া ক্ষুদ্রশ্রেণি নামে অভিহিত করা হয়েছে। এই থাক উদ্ভব হয়েছিল হাতি, আর্ডভার্ক, খরগোষ, বাদুর, ঘোড়া, জেব্রা, কুকুর, বিড়াল ইত্যাদি।

প্লাসেন্টালিয়া ক্ষুদ্রশ্রেণির বিবর্তন
২২ কোটি খ্রিষ্টপূর্বাব্দে স্তন্যপায়ী শ্রেণির থেরিফর্ম্‌স্  উপশ্রেণির প্রাণিকুল থেকে হোলোথেরিয়া থাকের উদ্ভব হয়েছিল। এরপর এই থাক থেকে ২১.৬৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে উৎপন্ন হয়েছিল ট্রেকনোথেরিয়া থাক।

১৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই থাক থেকে উৎপন্ন হয়েছিল
ক্ল্যাডোথেরিয়া থাকের প্রাণিকুল। ক্ল্যাডোথেরিয়া থাকের আদি প্রাণিকুল থেকে উদ্ভব হয়েছিল জাথেরিয়া থাক ও ড্রাইয়োলেসটোইডিয়া ঊর্ধবর্গের প্রাণিকুল। এই জাথেরিয়া থাক থেকে ১৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দে উৎপন্ন হয়েছিল থেরিয়া থাকের প্রাণিকুল। প্রায় একই সময়ে থেরিয়া থাক থেকে উদ্ভব হয়েছিল ইউথেরিয়া থাকের প্রাণিকুল। এই থাকের সর্ব প্রাচীন নমুনা স্তন্যপায়ী পাওয়া গেছে চীনে। এই প্রাণীটি এই থাকের জুরামিয়া গণের একটি প্রজাতি। এর বৈজ্ঞানিক নাম- Juramaia sinensis

 

ক্রেটাসিয়াস অধিযুগের শেষে এবং প্যালেয়োসিন অন্তঃযুগের শুরুর দিকে (৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) ইউথেরিয়া থাক থেকে অমরাযুক্ত প্লাসেন্টালিয়া ক্ষুদ্রশ্রেণির স্তন্যপায়ী প্রাণির আবির্ভাব ঘটেছিল।

৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে প্লাসেন্টালিয়া প্রাণিকুল থেকে আট্‌লান্টোজেনাটা থাক পৃথক হয়ে গিয়েছিল। আর মূল ধারায় থেকে গিয়েছিল এক্সাফ্রোপ্লাসেন্টালিয়া থাকের প্রাণিকুল।
 


সূত্র: