জুরামাইয়া
ইংরেজি: Juramaia

জুরাসিক অধিযুগের 'Jura' এবং মাতা অর্থে 'maia' শব্দদ্বয়ে এই গণের নামকরণ করা হয়েছে Juramaia স্তন্যপায়ী  প্রাণীর একটি থেরিয়া থাকের গণ বিশেষ। এই গণের জীবাশ্ম প্রথম পাওয়া যায় চীনের তিয়াওজিশান ভূস্তরসংঘের জিয়ানচ্যাঙ কাউন্টির ডাক্সিগৌ অঞ্চলে। ২০১১ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন ঝে-জি লুও, চোঙ-জি ইয়ান, কিং-জিন মেঙ্ এবং কিয়াং জি। প্রাপ্ত জীবাশ্মের প্রজাতিগত এরা নামকরণ করেন Juramaia sinensis

২২ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
স্তন্যপায়ী  শ্রেণির থেরিফর্ম্‌স্ উপশ্রেণির প্রাণিকুল থেকে হোলোথেরিয়া থাকের উদ্ভব হয়েছিল। এরপর এই থাক থেকে ২১.৬৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে উৎপন্ন হয়েছিল ট্রেকনোথেরিয়া থাক।

১৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই থাক থেকে উৎপন্ন হয়েছিল
ক্ল্যাডোথেরিয়া থাকের প্রাণিকুল। ক্ল্যাডোথেরিয়া থাকের আদি প্রাণিকুল থেকে উদ্ভব হয়েছিল জাথেরিয়া থাক ও ড্রাইয়োলেসটোইডিয়া ঊর্ধবর্গের প্রাণিকুল। এই জাথেরিয়া থাক থেকে ১৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দে (জুরাসিক অধিযুগ) উৎপন্ন হয়েছিল থেরিয়া থাকের প্রাণিকুল। এই থাকে দুটি ভাগে বিভাজিত হয়েছিল প্রজনন অঙ্গের সূত্রে। এই ভাগ দুটি হলো-

Juramaia গণের  Juramaia sinensis অমরাযুক্ত প্রাণী হিসেবে ইউথেরিয়া থাকের প্রজাতি হিসেবে গ্রহণ করা হয়েছ। এর করোটির দৈর্ঘ্য ২২ মিমি এবং ওজন ১৫ গ্রাম। ক্ষুদ্রাকার এই স্তন্যপায়ীরা উঁচু জায়গায় ইঁদুরের মতো আরোহণ করতে পারতো। এরা পোকা মাকড় খেয়ে জীবন ধারণ করতো।

ইউথেরিয়া থাকের এখন পর্যন্ত যত জীবাশ্ম নমুনা পাওয়া গেছে, তাদের ভিতরে জুরামাইয়াকে সর্বপ্রাচীন হিসেবে বিবেচনা করা হয়েছে।
 


সূত্র: