|
মেটাথেরিয়া (Metatheria): এই থাকের প্রাণিগুলির পেটের কাছে জননথলি থাকে। এদের শাবক অপূর্ণাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে এবং দীর্ঘদিন এই থলিতে থেকে বড় হয়ে উঠে। এই জাতীয় প্রাণীর ভিতর রয়েছে ক্যাঙারু এবং এই জাতীয় প্রাণীসমূহ।
ইউথেরিয়া (Eutheria): এই থাকের প্রাণিগুলির ভিতরে রয়েছে অমরাযুক্ত প্রাণীসমূহ।
Juramaia গণের Juramaia sinensis অমরাযুক্ত প্রাণী হিসেবে ইউথেরিয়া
থাকের প্রজাতি হিসেবে গ্রহণ করা হয়েছ। এর করোটির দৈর্ঘ্য ২২ মিমি এবং ওজন ১৫ গ্রাম। ক্ষুদ্রাকার এই স্তন্যপায়ীরা উঁচু জায়গায় ইঁদুরের মতো আরোহণ করতে পারতো। এরা পোকা মাকড় খেয়ে জীবন ধারণ করতো।সূত্র: