|
ট্রাইবোসফেনিডা
Tribosphenida
স্তন্যপায়ী
প্রাণীর একটি
থাক বিশেষ।
১৯৭৫ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন
ম্যাককেনা
(McKenna)।
১৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
স্তন্যপায়ী
প্রাণীর
ট্রেকনোথেরিয়া
থাক থেকে উৎপন্ন হয়েছিল
ক্ল্যাডোথেরিয়া
থাকের
প্রাণিকুল।
ক্ল্যাডোথেরিয়া
থাকের আদি প্রাণিকুল থেকে উদ্ভব হয়েছিল জাথেরিয়া থাক ও
ড্রাইয়োলেসটোইডিয়া ঊর্ধবর্গের প্রাণিকুল। এর ভিতরে
জাথেরিয়া
থাক থেকে উদ্ভব হয়েছিল
ট্রাইবোসফেনিডা থাকের স্তন্যপায়ী প্রাণিকুল।
১৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই থাক
থেকে উৎপন্ন হয়েছিল
থেরিয়া
থাকের প্রাণিকুল।
সূত্র: