চোয়ানোজোয়া
(Choanozoa)
সমনাম: এ্যাপোইকোজোয়া (Apoikozoa)

সু-প্রাণকেন্দ্রীয় কোষ ভিত্তিক জীবজগতের ইউক্যারিয়েটা স্বক্ষেত্রের (Domain) একটি থাক। ২০১৫ খ্রিষ্টাব্দের বাড এবং জেনসেন এই থাকের নামকরণ করেন। এই থাক থেকে উৎপন্ন হয়েছিল প্রাণীকুল।

ক্রমবিবর্তনের ধারা
স্টেনিয়ান অধিযুগ (১২০-১০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)সাগরজলে ভাসমান ইউক্যারিয়েটা স্বক্ষেত্রের জীবকুলের জন্য চলাচল, পরিবেশগত সঙ্কেত গ্রহণ এবং খাদ্যকে আকর্ষণ করাটা জরুরি হয়ে পড়েছিল। এই সূত্রে এদের দেহে ক্ষণপদ তৈরির ক্ষমতা সৃষ্টি হয়েছিল। বিজ্ঞানীরা এক্ষেত্রে ক্ষণপদের সংখ্যার উপর ভিত্তি করে প্রাণিকুলকে ভাগে ভাগ করেছেন। এই ভাগ দুটি  হলো-

টোনিয়ান অধিযুগ (১০০-৭২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) ওবাজোয়া ৩টি থাকে বিভাজিত হয়ে গিয়েছিল। এই থাক তিনটি হলো- ব্রেভিয়াটিয়া, আপুসোমোনাডিডা এবং ওপিস্থোকোণ্টা

৯৭.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ওপিস্থোকোণ্টা থাকটি দুটি থাকে বিভাজিত হয়ে যায়। এই থাক দুটি হলো- হোলোমাইকোটা এবং হোলোজোয়া। এই থাকের জীবকুল বিভাজিত হয়ে তৈরি সৃষ্টি হয়েছিল ইখ্‌থিয়োস্পোরিয়া, প্লুরিফোর্মিয়া এবং  ফিলোজোয়া থাকের জীবকুল।

৯৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ফিলোজোয়া থাকের জীবকুল দুটি ভাগে বিভাজিত হয়ে সৃষ্টি হয়েছিল ফিলাস্টেরিয়া এবং চোয়ানোজোয়া থাকের জীবকুল।

৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ক্রায়োজেনিয়ান বরফযুগের শুরু হয়েছিল। এরই ভিতরে এ্যাপোইকোজোয়া থাকের প্রাণিকুল বিভাজিত হয়ে উৎপন্ন হয়েছিল চোয়ানোফ্লাগেল্লাটিয়া শ্রেণির অন্তর্গত প্রজাতিসমূহ এবং ৬৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে জীবরাজ্যে আবির্ভূত হয়  এ্যানিমেলিয়া

ক্রায়োজেনিয়ান বরফযুগটি স্থায়ী হয়েছিল ৬৩ কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের এডিয়াকারান অধিযুগ অবধি বিদ্যমান ছিল। সেই তুষারাবৃত শীতল পৃথিবীর সমুদ্রে জীবজগতে পরিবর্তনের নতুন ধারার সূচনা হয়। অস্তিত্ব রক্ষার জন্য এক কোষী জীবজগতে বহুকোষী জীবের আবির্ভাব ঘটলো। এদের ভিতরে একটি শ্রেণি বহুকোষের সমন্বয়ে আবির্ভূত হলেও এদের দেহে কলাতন্ত্রের বিকাশ ঘটেনি। এই সূত্রে সৃষ্টি হয়েছিল দুটি উপরাজ্যের প্রাণিকুল। এই উপরাজ্য দুটি হলো- প্যারাজোয়া এবং ইউমেটাজোয়া


সূত্র: